আজ - রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে শাওয়াল, ১৪৪৫ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - সকাল ১১:২১

সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়াও বাংলাদেশ স্লোগানে কেশবপুরে মানববন্ধন

সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়াও বাংলাদেশ এ স্লোগানে কেশবপুরে পৃথক মানববন্ধন ও নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা নাগরিক সমাজের উদ্যোগে প্রেসক্লাবের সামনে ও আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয় প্রাঙ্গণে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্ডপে ভাংচুর-হামলার ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান নেতৃবৃন্দরা।

উপজেলা নাগরিক সমাজের সভাপতি অ্যাডভোকেট আবু বকর সিদ্দিকীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তৃতা করেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কার্ত্তিক চন্দ্র সাহা, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, উপজেলা যুবলীগের আহবায়ক বি এম শহিদুজ্জামান শহিদ, যুগ্ম আহবায়ক আবু সাঈদ লাভলু, উপজেলা সিপিবির সাধারণ সম্পাদক মফিজুর রহমান নান্নু, যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক রেহেনা ফিরোজ, ছাত্রলীগের আহবায়ক কাজী আজহারুল ইসলাম মানিক, যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান খান মুকুল, নাগরিক সমাজ নেতা স্বপন মন্ডল, শওকত হোসেন, সুজন দাস প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক দীলিপ মোদক।

অপরদিকে, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীনের সভাপতিত্বে দলীয় কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তৃতা করেন, সংগঠনের সহ-সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম পিটু, সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, উপজেলা যুবলীগের আহবায়ক বি এম শহিদুজ্জামান শহিদ প্রমুখ। 

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত