আজ - বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৮:৪২

সারাদেশে একুশের প্রথম প্রহরে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা

সারাদেশ: আজ একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আজ সেই দিন যে দিনে সালাম, রফিক, জব্বার, বরকতেরা বুকের রক্ত দিয়ে মায়ের ভাষাকে রক্ষা করেছিলেন, কোটি কোটি বাঙালির মনে আশা জাগিয়েছিলেন বাংলা ভাষায় কথা বলার, স্বপ্নকে রাঙিয়েছিলেন রক্তের অক্ষরে।

পঞ্চগড়: প্রতিবছরের ন্যায় এবার একুশের প্রথম প্রহরে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাত ১২ টা ১ মিনিটে পঞ্চগড় শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়। পুস্পস্তবক অর্পণ করেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মো: মজাহারুল হক প্রধান,জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন,পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী।  

রংপুর: একুশের প্রথম প্রহরে বিভাগীয় কমিশনার তারিকুল ইসলাম প্রথমে রংপুর কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি পুষ্পমাল্য অর্পণ করেন। এরপর সিটি করপোরেশনের মেয়র, ডিআইজি, মহানগর পুলিশের কমিশনার, মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এরপর মেট্রোপলিটন পুলিশের একটি দল বিশেষ সালাম প্রদান করে। পরপরই সম্মিলিত সাংবাদিক সমাজ, রংপুর প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাবসহ বিভিন্ন প্রতিষ্ঠান সংস্থার পক্ষ থেকে শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

টাঙ্গাইল: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে টাঙ্গাইল স্থানীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন টাঙ্গাইল জেলা প্রশাসনসহ সর্বস্তরের জনসাধারণ। রাত ১২.০১ মিনিটে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রথমে টাঙ্গাইলের জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পন করেন। পরে পুলিশ প্রসাশন, প্রেস ক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে শহীদ বেদিতে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে সর্বস্তরের জন সাধারনর শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।বরিশাল: ব‌রিশা‌লে যথা‌যোগ্য মর্যাদায় পা‌লিত হ‌চ্ছে মহান শ‌হিদ দিবস ও আন্তর্জা‌তিক মাতৃভাষা দিবস ২০২০।  রাত ১২টা ১মি‌নি‌টে ব‌রিশাল কেন্দ্রীয় শ‌হিদ মিনা‌রে সর্ব প্রথম পুষ্পার্ঘ অর্পন ক‌রেন পার্বত্য শা‌ন্তিচু‌ক্তি বাস্তবায়ন ক‌মি‌টির আহ্বায়ক (মন্ত্রী পদমর্যাদা) আবুল হাসানাত আব্দুল্লাহ। এর পর ব‌রিশাল সি‌টি ক‌র্পো‌রেশ‌নের মেয়র সের‌নিয়াবাত সা‌দিক আব্দুল্লাহ ,ব‌রিশাল বিভাগীয় ক‌মিশনার মুহাম্মদ ইয়া‌মিন চৌধুরী, ডিআই‌জির প‌ক্ষে অ‌তি‌রিক্ত ডিআই‌জি এ‌কেএম এহসান উল্লাহ, মে‌ট্রোপ‌লিটন পু‌লিশ ক‌মিশনার মোঃ শাহাবু‌দ্দিন খান, জেলা প্রশাসক এসএম অ‌জিয়র রহমান, পু‌লিশ সুপার মোঃ সাইফুল ইসলাম, নিজ নিজ দপ্তর ও প্র‌তিষ্ঠা‌নের পক্ষ থে‌কে শ‌হিদ‌দের প্র‌তি শ্রদ্ধা জানান।  নেত্রকোনা: যথাযোগ্য মর্যাদায় নেত্রকোনায় প্রথম প্রহরে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন। বৃহস্পতিবার রাত ১২ টা ১ মিনিটে নেত্রকোনা পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান আলোকসজ্জার মধ্য দিয়ে প্রথম প্রহরে শুভসূচনা করেন। পরে একে একে সংরক্ষিত আসনের সংসদ সদস্য হাবিবা রহমান শেফালী, জেলা প্রশাসক মঈনউল  ইসলাম, পুলিশ সুপার আকবর আলী মুনসী ফুল দিয়ে শ্রদ্ধা জানান। 
এছাড়াও জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড , নেত্রকোনা জেলা প্রেসক্লাব, রেড ক্রিসেন্ট সোসাইটি, শেখ হাসিনা  বিশ্ববিদ্যালয়, নেত্রকোনা সরকারি মহিলা কলেজসহ বিভিন্ন প্রতিষ্টান শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। 

যশোর: একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। রাত ১২টা ১ মিনিটে শহরের পুরাতন কসবাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক মোহাম্মাদ শফিউল আরিফ শ্রদ্ধা নিবেদন করেন। এরপর যশোর জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহীন চাকলাদার শ্রদ্ধা নিবেদন করেন।

 বাগেরহাট: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়েছে।

আরো সংবাদ