আজ - মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সন্ধ্যা ৬:৪৮

সারোয়ারসহ তিন জনের বিচারিক ক্ষমতা বাতিল চেয়ে রিট

স্টাফ রিপোর্টার।। ক্ষমতার অপব্যবহারের অভিযোগে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম, নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান ও নিজাম উদ্দিনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ক্ষমতা বাতিল করার আর্জি জানিয়ে একটি সম্পূরক রিট আবেদন করা হয়েছে।

চিলড্রেন’স চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশনের (সিসিবি ফাউন্ডেশন) পক্ষে এ আবেদনটি করা হয়েছে।


বুধবার (১১ মার্চ) হাইকোর্টের বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের সমন্বয়ে গঠিত বেঞ্চে এ বিষয়ে আদেশ দেয়ার কথা রয়েছে।
একই সময়ে দুই জায়গায় মোবাইল কোর্ট (ফার্মগেট ও শিশুমেলা) পরিচালনাসহ এক ধারায় অপরাধী বিভিন্ন ধারায় চার্জ গঠন ও এবং চলন্ত ভ্যান থেকে কলা চুরি করার সাজা হিসাবে ছয় মাসের কারাদণ্ড দেয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

আরো সংবাদ