আজ - রবিবার, ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে শাবান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - সকাল ১০:৫৮

সালমান শাহর ২৪তম মৃত্যুবার্ষিকী আজ

আজ ৬ সেপ্টেম্বর। জনপ্রিয় অভিনয়শিল্পী সালমান শাহ’র ২৪তম মৃত্যুবার্ষিকী।

১৯৯৬ খ্রিস্টাব্দে আজকের এই দিনে তার রহস্যজনক মৃত্যু হয়। ১৯৭১ খ্রিস্টাব্দের ১৯ সেপ্টেম্বর তিনি সিলেট জেলার জকিগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন। টেলিভিশন নাটক দিয়ে তার অভিনয় জীবন শুরু হলেও ১৯৯০-এর দশকে তিনি চলচ্চিত্রে অন্যতম জনপ্রিয় অভিনয়শিল্পী হয়ে উঠেন।

১৯৯৩ খ্রিস্টাব্দে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ চলচ্চিত্রের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু হয়। খুবই অল্প সময় পৃথিবীর রাস্তায় হাঁটা এই অভিনয়শিল্পী ২৭টি চলচ্চিত্রে অভিনয় করেন। তার মৃত্যু নিয়ে পরিবার মামলা করলে নানা পরিস্থিতির মধ্যে দিয়ে গত বছর এর রায় হয়। কিন্তু সেই রায়ের বিরুদ্ধে আবারও আপিল করে পরে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশ বা পিবিআই মামলার তদন্ত করছে।

আরো সংবাদ