আজ - মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সন্ধ্যা ৬:১৬

‘সিঙ্গাপুর ছাড়া বহির্বিশ্বে আর কোনো বাংলাদেশি আক্রান্ত হয়নি’

ঢাকা অফিস : সিঙ্গাপুরে এক প্রবাসী বাংলাদেশি ছাড়া বহির্বিশ্বে আর কোনো বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়নি বলে জানিয়েছেন, পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। মঙ্গলবার দুপুরে ওয়ার্ল্ড ইউনিভার্সিটির নবীন বরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

জাতীয় জাদুঘরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং নবীনবরন অনুষ্ঠানের আয়োজন করে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ। এসময় রোহিঙ্গা শিবিরের নিরাপত্তা আরও জোরদার করা হবে বলে জানালেন, পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্র মন্ত্রী আরো জানান, চীনে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীরা ভালো আছেন। চীনসহ সব দেশের সাথে যোগাযোগ স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি। এছাড়া চীনে থাকা শিক্ষার্থীদের দেশে ফেরত আনার ব্যাপারে আপাতত কোন চিন্তা সরকারের নেই বলেও জানালেন, আব্দুল মোমেন।

আরো সংবাদ