আজ - মঙ্গলবার, ৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৩:০৩

সিনহা হত্যা: আদালতে লিয়াকতের স্বীকারোক্তি

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় দণ্ডবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বাহারছড়া তদন্ত কেন্দ্রের সাবেক পরিদর্শক লিয়াকত আলী। রোববার কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালতে তিনি এ স্বীকারোক্তি দেন। পাশাপাশি ঘটনার বর্ণনাও তুলে ধরেন।

এর আগে এই মামলায় এপিবিএনের এএসআই শাহজাহান, কনস্টেবল রাজীব ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি শেষে তাদের কারাগারে পাঠানো হয়। গত বুধবার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন এপিবিএন কনস্টেবল আবদুল্লাহ।

গত ১৭ আগস্ট এপিবিএনের তিন সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য নেয়া হয় র‌্যাব-১৫ কার্যালয়ে। পরের দিন ১৮ আগস্ট এ মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে ১০ দিনের রিমান্ডের আবেদন জানালে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

গত ৩১ জুলাই টেকনাফের বাহারছড়া চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সাবেক সেনা কর্মকর্তা মেজর (অবঃ) সিনহা মো. রাশেদ খান। এরপর ৫ আগস্ট নিহত সিনহার বোন শারমিন শাহরিয়া ফেরদৌস বাদী হয়ে পরিদর্শক লিয়াকত আলী, ওসি প্রদীপ কুমার দাশসহ নয়জনের বিরুদ্ধে আদালতে হত্যা মামলা দায়ের করেন। এরপর ৬ আগস্ট বরখাস্ত হওয়া ওসি প্রদীপসহ সাত আসামি কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল আদালতে আত্মসমর্পণ করেন।

চাঞ্চল্যকর এ হত্যা মামলার তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, গত কোরবানির ঈদের আগের রাত নয়টার পরপর নন্দদুলালের মোটরসাইকেলে করে মেরিন ড্রাইভের এবিবিএন চেকপোস্টে আসেন বাহাড়ছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক লিয়াকত। এরপর থেকেই তিনি মোবাইলে ঘনঘন কথা বলতে থাকেন। মূলত পুলিশের সোর্স মারিশবুনিয়ার বাসিন্দা নাজিমউদ্দিন নাজুর সঙ্গে লিয়াকতের কয়েক দফা কথা হয়। এর এক পর্যায়ে সিনহাকে গুলিবিদ্ধ করা হয়। পরবর্তীতে গভীর রাত পর্যন্ত তাদের মধ্যে আরো কয়েক দফা ফোনে কথা হয়। এর আগে ওইদিন সন্ধ্যার পরও লিয়াকত ও নাজুর মধ্যে মোবাইলে কথা হয় বলে নিশ্চিত হয়েছে র‌্যাব।

সূত্র জানায়, সিনহাকে গুলির করার পরপর টেকনাফ থানার ওসি প্রদীপসহ জেলার কয়েকজন পুলিশ কর্মকর্তার সঙ্গে ঘনঘন ফোনে কথা বলেন লিয়াকত। রেকর্ড এড়াতে জেলায় পর্যায়ের ওই কর্মকর্তাদের হোয়াটসঅ্যাপেও কয়েক দফা কথা বলে প্রদীপ। তাদের কাছ থেকে নেয়া হয়েছে নানা দিক নির্দেশনা। ঘটনার রাতে পুলিশের সোর্স ও পরবর্র্তীতে মামলার সাক্ষী নাজিমের সঙ্গে লিয়াকতের দফায় দফায় ফোনাআপের বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখছেন তদন্তক সংশ্লিষ্টরা। সেই কললিস্ট ও ফোনাআপের অডিও রেকর্ড থেকে থেকে মিলেছে গুরত্বপূর্ণ তথ্য। তবে স্পর্শকাতর এ মামলার তদন্তের স্বার্র্থে সেই তথ্য প্রকাশে আগ্রহী নন দায়িত্বশীল র‌্যাব কর্মকর্তারা।

তিন সাক্ষী দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে: অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার ঘটনায় পুলিশের দায়ের করা মামলার তিন সাক্ষীকে ফের চার দিনের রিমান্ডে নিয়েছে র‌্যাব। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে র‌্যাবের একটি দল কক্সবাজার জেলা কারাগার থেকে প্রথমে তাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য কক্সবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। স্বাস্থ্য পরীক্ষা শেষে তাদের র‌্যাব কক্সবাজার কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা কারাগারের সুপার মোকাম্মেল হোসেন।

রিমান্ডে নেয়া তিনজন হলেন- টেকনাফ মারিশবুনিয়া এলাকার নুরুল আমিন, নিজামুদ্দিন নাজু ও মো. আয়াছ উদ্দিন। সিনহা হত্যার ঘটনায় জড়িত সন্দেহে পুলিশের করা মামলার এই তিন সাক্ষীকে ১১ আগস্ট মারিশবুনিয়া এলাকা থেকে গ্রেফতার করে র‌্যাব। গত ২৫ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাবের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মোহাম্মদ খায়রুল ইসলাম ওই তিন সাক্ষীকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেছিলেন। ওই দিন শুনানি শেষে দ্বিতীয় দফায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক তামান্না ফারাহ।

https://m.dailyinqilab.com/article/318142/%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%B9%E0%A6%BE-%E0%A6%B9%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%B2%E0%A6%BE-%E0%A6%86%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%B2%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%95%E0%A6%A4%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AC%E0%A7%80%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%AE%E0%A7%82%E0%A6%B2%E0%A6%95-%E0%A6%9C%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A6%BF

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত