আজ - শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - রাত ১:৩৫

সিরাজগঞ্জে ঢাকাগামী শতাধিক যাত্রীবোঝাই বাস আটকে দিল পুলিশ

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে আবারো কর্মস্থলে ফেরা ঢাকাগামী বাসের জটলা শুরু হয়েছে সিরাজগঞ্জের কাজিপুরে। তবে দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকায় উত্তরবঙ্গ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা প্রায় শতাধিক যাত্রীবোাঝাই বাস মঙ্গলবার (১৮ মে) ভোরে কাজিপুরের সোনামুখীতে আটকে দিয়েছে পুলিশ। এতে করে কাজিপুর থেকে ধুনট হয়ে শেরপুর বগুড়ার দিকে অন্য কোনো যানবাহন ঢুকতে পারছে না।

এদিকে বাস আটকে দেয়ায় পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন যাত্রীরা। তবে পুলিশ তাদের সিদ্ধান্তে অটল রয়েছে। সবশেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ বাস চলাচলের অনুমতি দেয়নি।

আব্দুল মালেক, জাহিদুল ইসলাম ও রহিম নামের কয়েকজন যাত্রী ক্ষোভ প্রকাশ করে জাগো নিউজকে বলেন, ‘ট্রাকে গাদাগাদি করে মানুষ কর্মস্থলে ফিরছে তখন করোনা ধরবে না, আর আমরা এক আসন করে খালি রেখে বাসে যেতে চাইছি তাতেই বাধা দিচ্ছে পুলিশ। এটা কেমন নিয়ম?’

সাবিনা আক্তার, ইয়াসমিন সুলতানা ও সালমা নামের পোশাক কারখানার কয়েকজন শ্রমিক বলেন, ‘ভাবছিলাম ঈদে বাড়ি যাব না। কিন্তু ছুটি দেয়ায় বাধ্য হয়ে বাড়িতে যাই। এখন ঢাকায় ফিরতে না পারলে চাকরি চলে যেতে পারে।’

মহাসড়কে না গিয়ে আঞ্চলিক সড়কে কেন, এমন প্রশ্নে আল রাহা পরিবহনের একজন চালক বলেন, ‘ভাবছিলাম এইদিক দিয়ে সহজেই পার হয়ে যেতে পারমু। কিন্তু এখানেও আটকে দিল। গাড়ি না চললে আমরা পরিবার-পরিজন নিয়ে কী খামু?’

এ বিষয়ে কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চনন্দ সরকার জানান, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী কোনো গণপরিবহনকে আমরা ঢাকার উদ্দেশে কাজিপুর হয়ে যেতে দেব না। ঈদের আগেও আমরা গাড়ি ফেরত পাঠিয়েছি।’

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত