আজ - শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১২:১৪

সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত-৫

সিরাজগঞ্জের কামারখন্দে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫ জন।

উপজেলার ঝাঐল ইউনিয়নের কোনাবাড়ী এলাকার বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে মঙ্গলবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি মোসাদ্দেক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

অপরদিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি (তদন্ত) মো. নুরুল ইসলাম বলেন, সকাল ৭টার দিকে বগুড়া থেকে ঢাকাগামী যাত্রীবাহী যুগান্তর পরিবহন নামের একটি বাস ও ঢাকা থেকে উত্তরবঙ্গগামী সয়াবিন তেলবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই বাসের ৪ যাত্রীর মৃত্যু হয়।

তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠায়।

এ সময় হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। এ ছাড়া হতাহতদের নামপরিচয় জানার চেষ্টা চলছে। দুর্ঘটনার পর ওই মহাসড়কে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ ছাড়া এ ঘটনার পরপরই চালক ও হেলপার পালিয়ে গেছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত