আজ - সোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - বিকাল ৩:১০

সিরিজ বোমা হামলার প্রতিবাদে যশোর সদর ও পৌর আওয়ামীলীগের আলোচনা সভা অনুষ্ঠিত

২০০৫ সালের ১৭ আগষ্ট দেশব্যাপী যে সিরিজ বোমা হামলা হয়েছিল তার প্রতিবাদে যশোরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ আগস্ট) বিকেলে যশোর সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে এ আলোচনা সভায় যশোর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মাহমুদ হাসান বিপুর পরিচালনায় সভাপতিত্ব করেন যশোর জেলা আওয়ামীলীগের সদস্য ও যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু মোহিত কুমার নাথ।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন।
আরও বক্তব্য রাখেন, যশোর পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ, যশোর সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আরবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহারুল ইসলাম, যশোর সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জোসনা আরা মিলি, সাবেক সদর উপজেলা ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ বিপুল, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অশোক বোস,জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহাজান কবীর শিপলু, যশোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী,যশোর জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস,সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লব,পৌর ছাত্রলীগের আহ্বায়ক মেহেদী হাসান রনি প্রমুখ।

বক্তারা বলেন, ২০০৫ সালের এই দিনে দেশের ৬৩টি জেলার ৫০০ স্থানে একযোগে সিরিজ বোমা হামলা করা হয়েছিল তালেবানী রাষ্ট্র কায়েমের জন্য। এদেশে যাতে আর মৌলবাদী শক্তি মাথা চারা দিতে না পারে সেজন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তারা।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত