আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১:৪২

সিলেট নগরীর লালদীঘির পাড় হকার্স মার্কেটে ভয়াবহ অগুন

সিলেট নগরীর লালদীঘির হকার্স মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৩৫টি ছোট বড় দোকান পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে।
সোমবার ভোর রাত ৩টা ১৮ মিনিটে আগুনে সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যেই আগুন আশপাশ দোকানে ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কয়েকটি দল অবিলম্বে ঘটনাস্থলে ছুটে যায়। তাদের প্রচেষ্টায় সোমবার ভোর সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট ও ৯৫ জন কর্মী কাজ করেন। এ তথ্য নিশ্চিত করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেটের সহকারী পরিচালক শফিকুল ইসলাম ভূঁইয়া।
তিনি আরো জানান, মার্কেটটিতে মোট ১ হাজার ৩৫টি কাপড়সহ বিভিন্ন নিত্যপণের দোকান ছিল।
স্থানীয় হকার্স মার্কেট ব্যবসায়ীরা জানান, রাত ৩টার দিকে নগরীর লালদীঘির পাড় হকার্স মার্কেটের ৫ নং গলির কোনো একটি দোকানে আগুন লাগে। মুহুর্তে সে আগুন ছড়িয়ে যায় আশপাশ দোকান ও গলিতে। ভোর সাড়ে ৫টার দিকে টানা সোয়া ২ ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
তবে এ রিপোর্ট লেখা (সোমবার বিকেল ৪টা) পর্যন্ত আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সুনির্দিষ্টভাবে জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা বলেন, মার্কেটের ভেতরে ফায়ার সার্ভিসের গাড়ি ঢোকার কোনো রাস্তা না থাকায় আগুন নেভাতে খুব বেশি বেগ পেতে হয় ফায়ার সার্ভিসের কর্মীদের।
অগ্নিকা-ের কারণ নির্ণয়ে ফার্য়ার সার্ভিসের পক্ষ থেকে তদন্ত করা হচ্ছে। এতে কোটি কোটি টাকার ক্ষতি হওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। এদিকে, আগুনের খবর পেয়েই সেখানে ছুটে যান সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন। এছাড়াও ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ীদের সমবেদনা জানিয়েছেন প্রশাসনের পদস্থ কর্মকর্তা  বিভিন্ন রাজনৈতিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।

আরো সংবাদ