আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ১১:১১

সীতাকুন্ডে বিস্ফোরণে যশোরের ৬ জন নিহত 

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোর আগুনে এ পর্যন্ত মোট ৪৯ জন মারা যাওয়ার তথ্য নিশ্চিত হওয়া গেছে। তাদের মধ্যে ১৪ জনের পরিচয় মিলেছে। এর মধ্যে ছয় জনই যশোরের। অন্যান্যদের মধ্যে কয়েকজনের পরিবার-স্বজনরা হাসপাতালে আসেনি। আবার অধিকাংশই পুড়ে অঙ্গার হয়ে যাওয়ায় মরদেহ শনাক্ত করার মত নয়। ফলে এখনো ৩৫ জনের পরিচয় মেলেনি।

সীতাকুন্ডে বিস্ফোরণে যশোরের নিহত ৬ জন হলেন ইব্রাহীম হোসেন, রানা মিয়া, নিপুন সীতাকুন্ডে বিস্ফোরণে যশোরের ৬ জন নিহত
চাকমা, শাকিল, আফজাল হোসেন ও নয়ন।

বিএম ডিপোর মুখপাত্র শামসুল হায়দার সিদ্দিকী সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আর ফায়ার সার্ভিস জানিয়েছে, লাশের সারি আরো দীর্ঘ হতে পারে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা।

আরো সংবাদ