আজ - শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - দুপুর ১২:৫৬

সীমান্তে বিএসএফের হত্যাকাণ্ড বিশ্বে নজিরবিহীন: আল্লামা কাসেমী

ডেস্ক রিপোর্ট :: সরকারের ভারত নতজানু পররাষ্ট্রনীতির কারণেই বিএসএফ সীমান্তে দুঃসাহস দেখাতে পারছে বলে মন্তব্য করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশর মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী।

শনিবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি বলেন, গত দুই সপ্তাহে বিএসএফ সীমান্তে ১০ জন বাংলাদেশীকে খুন করেছে। সরকারি হিসেবেই গত এক বছরে বিএসএফ’র বাংলাদেশী খুনের ঘটনা বেড়েছে ১২ গুণ।

কিন্তু সরকার এসব সীমান্ত হত্যাকাণ্ডের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ তো দূরের কথা, মৌখিক কড়া প্রতিবাদও জানাতে দেখছি না। সরকারের এমন নতজানু ভূমিকা গভীর বেদনাদায়ক, লজ্জার ও নিন্দনীয়।

জমিয়ত মহাসচিব বলেন, বিশ্বের কোথাও এমনটা আমরা দেখি না যে, কেবল অবৈধ সীমান্ত পারাপার বা চোরাচালানের জন্য নিরীহ মানুষ খুনের মতো নিষ্ঠুরতা ঘটে। এমনকি ভারতের সঙ্গে চীন, মিয়ানমার, ভূটান, নেপাল ও পাকিস্তান সীমান্তেও কোনরূপ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে না। বাংলাদেশ সীমান্তে বিএসএফ যে হারে নির্বিঘ্নে খুন করে চলেছে, বিশ্বে এমন ঘটনা নজিরবিহীন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত