আজ - বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - বিকাল ৪:৩৯

সুপার সাইক্লোন ‘সিত্রাং’ আঘাত করার সম্ভাব্য তারিখ জানা গেল

 

বঙ্গোপসাগরে সৃষ্টি হতে যাওয়া ভয়ংকর ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ আগামী ২২ অক্টোবর নয়, বরং ২৪ অক্টোবর সকাল ৬টার পর উপকূলে আঘাত হানতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের আবহাওয়া পূর্বাভাস মডেল গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম (জিএফএস)।

বাংলাদেশ সময় বুধবার (১২ অক্টোবর) দুপুরে সংস্থাটির দেয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এর আগে গত মঙ্গলবার (১১ অক্টোবর) এক পূর্বাভাসে জিএফস জানিয়েছিল, সাইক্লোনটি ২২ অক্টোবর সকাল ৬টার পর উপকূলে আঘাত হানতে পারে।

সর্বশেষ দেয়া পূর্বাভাসে জিএফএস জানায়, আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে সৃষ্ট সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ আগের ২৪ ঘণ্টায় কিছুটা উত্তর-পশ্চিম দিকে সরে গেছে। ফলে এটি ২৪ অক্টোবর সকাল ৬টার পর ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের উপকূলে আঘত আনতে পারে।

তবে সর্বশেষ দেয়া এই পূর্বাভাসে সাইক্লোনটির শক্তি কমে যাবার সম্ভাবনার কথা বলা হয়। সংস্থাটি মনে করছে, এর শক্তি কমে গিয়ে ঘূর্ণিঝড়ে (সুপার সাইক্লোনের নিচের স্তর) রূপান্তরিত হতে পারে।


কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ জানান, মূলত ‘জেট স্ট্রিম’ এর কারণে গত চারদিন ধরে ঝড়টি উপকূলে আঘাত করার সম্ভাব্য স্থান ও সময় কিছুটা পরিবর্তন হচ্ছে। তবে আমেরিকান বা ইউরোপীয়ান প্রতিটি মডেলে ১৯ অক্টোবর থেকে ২২ অক্টোবরের মধ্যে আন্দামান ও নিকোবর দ্বীপের দক্ষিণে একটি লঘু চাপ/নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনার কথা নির্দেশ করছে। যেটি ঝড় আসার বিষয়টি আরও স্পষ্ট করে। 

আরো সংবাদ