আজ - মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১:৪৪

সুস্থ আছেন প্রধান বিচারপতি।

ন্যাশনাল ডেস্ক।। বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সুস্থ আছেন। সুতরাং তার স্বাস্থ্যগত বিষয়ে বিভ্রান্তি সৃষ্টির কোনো অবকাশ নেই। বুধবার ( ৩ জুন) বাংলাদেশ সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য জানান।

সাইফুর রহমান জানান, তার পুরনো অ্যাজমা সমস্যার কারণে তিনি সিএমইচএ ভর্তি হয়েছেন। চিকিৎসকরা যথারীতি পরীক্ষা করেন এবং দেখেন যে, তার দেহের সোডিয়াম লেভেল যা থাকা দরকার তার থেকে কিছুটা নিচে নেমে গেছে। সে কারণেই তাকে হাসপাতালের কেবিনে পর্যবেক্ষণ এবং বিশ্রামে রাখা হয়েছে।
গত দুদিনে তিনি হাসপাতালের কেবিনে থেকেই অন্তত ১শ’ ফাইলে সই করেছেন। সুতরাং তার স্বাস্থ্যগত বিষয়ে বিভ্রান্তি সৃষ্টির কোনো অবকাশ নেই বলেও জানান তিনি।

আরো সংবাদ