আজ - সোমবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - সন্ধ্যা ৭:২৭

সোনাডাঙায় দুই যুবককে কুপিয়ে জখম।

খুলনা অফিস : নগরীর সোনাডাঙ্গা থানার নাজিরঘাট এলাকায় দুই যুবককে কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার রাত নয়টার দিকে হাজিবাড়ি মোড়ে এই ঘটনা ঘটে।
হামলায় আহতরা হলেন বসুপাড়া এলাকার তাহের শেখের ছেলে তানভীর (২৩) ও আমতলা মোড়ের আব্দুল মান্নানের ছেলে রাসেল (২৫)।
সোনাডাঙ্গা থানার ওসি মমতাজুল ইসলাম বলেন, হামলায় দুইজন আহত হয়েছেন। তারা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বর্তমানে তারা শঙ্কামুক্ত।
চিকিৎসার কাজে ব্যস্ত থাকায় রাতে তাদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি জানিয়ে ওসি বলছেন, হামলাকারীদের আটক করতে পুলিশি অভিযান চলছে।

আরো সংবাদ