যশোরে জুয়েলারী ব্যবসায়ীর ছেলে ও তার কর্মচারিকে র্যাব পরিচয়ে অপহরণ করে ১০ লাখ টাকা লুট করে নেয়ার ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ।
আটক আশিকুর রহমান বাবু রেলগেট পশ্চিমপাড়ার জালাল মন্ডলের ছেলে।
কোতোয়ালি থানার এসআই ঝন্টু কুমার বসাক তাকে আটক করে আদালতে সোপর্দ করে। বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
মামলা সূত্রে জানা যায়, গত পহেলা সেপ্টেম্বর রাতে চুরিপট্টি এলাকার নিলয় জুয়েলার্সের মালিক বেজপাড়া নিষিত কুমার তার দোকান বন্ধ করে সারাদিনের কেনাবেচার ১০ লাখ টাকা নিয়ে তার ছেলে আকাশ সরকার ও কর্মচারি দীপ্ত সাহাকে বাড়িতে পাঠায়। পথিমধ্যে এমএসটিপি বালিকা বিদ্যালয়ের সামনে পৌছালে র্যাব পরিচয়ে দিয়ে অজ্ঞাত একটি সাদা রং এর মাইক্রোবাস তাদের গতিরোধ করে। এবং জোর করে মাইক্রোবাসে উঠিয়ে নড়াইল সড়কে নিয়ে যায়। মাইক্রোবাসে উঠানোর সাথে সাথে তাদের চোখ বেঁেধ ফেলে। পরে তাদের একটি বাগানের মধ্যে নিয়ে গিয়ে নগদ টাকা নিয়ে তুলারামপুর ব্রিজের কাছে ফেলে রেখে যায়। পরে যশোরের ডিবি পুলিশে সেখানে গিয়ে দুইজনকে উদ্ধার করে। এই ঘটনায় অজ্ঞাত ৩/৪জনের বিরুদ্ধে দস্যুতা আইনে মামলা করে নিষিত। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ প্রমাণ পাওয়ায় পুলিশ আশিকুরকে আটক করে। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় সাতটি মামলা রয়েছে।