আজ - শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - দুপুর ১২:৩৬

সৌদি আরবে লোক পাঠাতে যশোরে চাকরি মেলা

দেশের জনগোষ্ঠেীকে জনশক্তিতে রূপান্তরিত করতে যশোর অঞ্চলের ১ হাজার জনকে সৌদি আরবে কাজের সুযোগ করে দিচ্ছে সরকার। এ উপলক্ষে আজ সোমবার যশোর সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে চলছে চাকরি মেলা।

দিনভর সাক্ষাৎকার গ্রহণ শেষে আজই বিদেশগামীদের নির্বাচিত করা হবে। রিক্রুটিং এজেন্সি ম্যাক্স ম্যানেজমেন্ট এন্ড সার্ভিসেসের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়েছে।

সকাল ৯টা থেকে শুরু হওয়ায় এ চাকরি মেলায় জেলার আট উপজেলার প্রশিক্ষত এবং অপ্রশিক্ষত যুবকরা অংশ নিচ্ছে। সৌদি আরবে থাকা খাওয়ার সুবিধা এবং ওভারটাইমের সুযোগসহ ৭শ’ রিয়াল বেতনে ক্লিনার পদে কাজ পাবেন নির্বাচিত যুবকরা। মেলা শেষে বিকেল ৫টায় জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক সাক্ষাৎকারে নির্বাচিতদের হাতে ইয়েস কার্ড তুলে দেন।

যশোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ সাজ্জাদ হোসেন ভুইয়া জানিয়েছেন, আজকে নির্বাচিতরা দালালমুক্তভাবে সরকার নির্ধারিত ১ লাখ ৬৫ হাজার টাকা খরচ দিয়ে বিদেশে যেতে পারবেন। পাসপোর্ট ও টিকা নেয়া থাকলে আগামী ১ মাসের মধ্যে তারা সৌদি আরবে যাবেন।
এদিকে কেবলমাত্র সাক্ষাৎকারের মাধ্যমে অল্প খরচে বিদেশ যাওয়ার সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন চাকরি মেলায় আসা যুবকরা।

আরো সংবাদ