আজ - রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে শাওয়াল, ১৪৪৫ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - সকাল ৯:৪৭

স্কুল ও কলেজের ছুটি কার্যকর হবে ২১ এপ্রিল

দেশের সকল স্কুল ও কলেজে আগামী ২৬ এপ্রিলের পরিবর্তে ২১ এপ্রিল থেকে ছুটি কার্যকরের সিদ্ধান্ত গ্রহণ করেছে শিক্ষা মন্ত্রণালয়।
এছাড়া  রমজান উপলক্ষে শুক্রবার ছাড়া একদিন ছুটি বাড়িয়ে শনিবারও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
সোমবার রাতে উপসচিব মো.নূর-ই-আলম স্বাক্ষরিত এক পত্রে  জানানো হয়, করোনা ভাইরাস পরিস্থিতির কারণে দীর্ঘদিন  শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ থাকায় শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়। এ পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে এই বিভাগের আওতাধীন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আগামী ২৬  এপ্রিল পর্যন্ত শ্রেণিকক্ষে পাঠদান অব্যাহত রাখার নির্দেশনা দেওয়া হয়েছিল। এই আদেশ সংশোধন করে ২৬ এপ্রিলের পরিবর্তে ২০ এপ্রিল পর্যন্ত শ্রেণিকক্ষে পাঠদানের তারিখ পুন:নির্ধারণ করা হয়েছে।
এতে উল্লেখ করা হয়, রমজান মাসে বিশ্ববিদ্যালয়সমূহের স্ব স্ব কর্তৃপক্ষকে একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের সিদ্ধান্তক্রমে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছ।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত