আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ১১:৪৭

স্কুল কলেজের ১ শত গজের ভিতরে সিগারেটের দোকান উচ্ছেদ হবে

যশোর জেলার সকল স্কুল কলেজের ১শ’ গজের মধ্যে কোন সিগারেট,বিড়ির দোকান থাকবে না। যদি থাকে তাহলে উচ্ছেদ করা হবে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয়। রোববার সকালে কালেক্টরেট সভাকক্ষে অনুষ্ঠিত মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আলোচনা সভায় এ ঘোষণা দেয়া হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উদ্যোগে র‌্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্যদিয়ে এ দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে কালেক্টরেট সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। তিনি বলেন যুব সমাজকে মাদকমুক্ত রাখতে হলে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে সচেতনতা বৃদ্ধি করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়ার পাশাপাশি সন্তান কার সঙ্গে মেলামেশা করছে, সেদিকে খেয়াল রাখতে হবে। কারন খারাপ সঙ্গদোষে যুব সমাজ মাদকে আসক্ত হয়।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবীর। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী সায়েমুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন যশোর সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক মাহবুবুল হক খান, জিলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শোয়াইব হোসেন, ভারপ্রাপ্ত সিনিয়র তথ্য অফিসার এলিন সাঈদ উর রহমান, অধ্যাপক মশিউল আযম, ইসলামীক ফাউন্ডেশনের উপপরিচালক বিল্লাল বিন কাশেম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিচালক খন্দকার হুমায়ুন কবীর,

আরো সংবাদ