আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১:২১

স্কুল-কলেজে সব শিক্ষকের আসা বাধ্যতামূলক নয়

করোনার মহামারির কারণে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে ল্যাব ও আইসিটি উপকরণের রক্ষণাবেক্ষণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ অন্যান্য কাজের জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা বলা হয়েছে। তবে সব শিক্ষকের শিক্ষা প্রতিষ্ঠানে (স্কুল ও কলেজ) আসা বাধ্যতামূলক নয় বলে জানিয়েছে সরকার।

শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের চিঠি দিয়ে গতকাল মঙ্গলবার বিষয়টি স্পষ্ট করেছে বলে জানা গেছে।

প্রসঙ্গত, গত সেপ্টেম্বরে মাউশির এ সংক্রান্ত এক চিঠির পরিপ্রেক্ষিতে দেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠান সব শিক্ষকদের আসতে বাধ্য করছিল। করোনার সংক্রমণ ঠেকাতে যেখানে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, সেখানে সব শিক্ষকদের শিক্ষা প্রতিষ্ঠানে আসতে বাধ্য করা নিয়ে শিক্ষক সমাজের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়।

এমনই প্রেক্ষাপটে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিবীক্ষণ ও মূল্যায়ন উইং বিষয়টি স্পষ্ট করলো। অর্থাৎ সব শিক্ষকের শিক্ষা প্রতিষ্ঠানে আসার প্রয়োজন নেই।

জানা গেছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইং) প্রফেসর মো. আমির হোসেন স্বাক্ষরিত চিঠি অধিদপ্তরের সকল আঞ্চলিক পরিচালক, সব জেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে পাঠানো হয়েছে।

এ ছাড়া শিক্ষামন্ত্রী, উপমন্ত্রী এবং সচিবের দপ্তরকেও বিষয়টি অবহিত করে চিঠির অনুলিপি দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে অনলাইন, টিভি ও বেতারের মাধ্যমে ক্লাস পরিচালনা করছেন শিক্ষকরা।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম-আল-হোসেন জানান, এসব একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য সব শিক্ষকের স্কুলে আসার প্রয়োজন নেই।

আরো সংবাদ