আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১:১৮

স্ত্রীর ছুরিকাঘাত স্বামীর মৃত্যু।

মাগুরা জেলায় ২য় স্ত্রীর ছুরিকাঘাতে নরসুন্দর লাভলু দাস (২৮) নামের এক জন নিহত হয়েছেন।২৩ শে জুলায় রবিবার  সকাল ৯ ঘটিকার দিকে মাগুরা জেলা সদর হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় লাভলু দাসের মৃত্যু হয়।

স্ত্রীর ছুরিকাঘাতে নিহত লাভলু দাস মাগুরা জেলা শহরের নিজনান্দুয়ালী পূর্ব পাড়া গ্রামের তপন দাসের ছেলে।

নিহত লাভলু দাসের ১ম স্ত্রী লক্ষ্মী দাস ও হাসপাতাল সূত্রে জানা যায়, প্রথম স্ত্রীর অগোচরে লাভলু দাস তার খালাতো বোন স্মৃতি দাসকে এক বছর আগে গোপনে বিয়ে করে। যা কিছুদিন আগে প্রথম স্ত্রী লক্ষ্মী দাস জানতে পারে। শহরের নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় ২য় স্ত্রী স্মৃতি দাসকে নিয়ে সংসার করেন লাভলু দাস। আজ রবিবার ভোরে স্মৃতি দাস ও লাভলু দাসের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ধারালো অস্ত্রের নিয়ে স্বামী স্ত্রী একজন অন্যজনকে আঘাত করে।ধারালো অস্ত্রের আঘাতে স্বামী লাভলু দাস ও স্ত্রী স্মৃতি দাস উভয়েই আহত হন। আহত অবস্থায় এলাকাবাসী দুজনকে উদ্ধার মাগুরা সদর হাসপাতালে নিয়ে আসে। হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় লাভলু দাসের মৃত্যু হয়। আহত স্মৃতি দাসকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
লাভলু দাস শহরের সাজিয়াড়া এলাকায় সেলুনের কাজ করতো। তার প্রথম পক্ষের একটি ছেলে ও একটি কন্যা সন্তান রয়েছে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেকেন্দার আলী বলেন, দ্বিতীয় স্ত্রী স্মৃতি দাস এর ভাড়া বাসায় লাভলু দাসের সঙ্গে রবিবার সকালে মারামারি হয়। দুজনকে আহত অবস্থায় এলাকাবাসী হাসপাতালে ভর্তি করলে লাভলু দাসের মৃত্যু হয়। স্মৃতি দাস হাসপাতালে ভর্তি রয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে

আরো সংবাদ