আজ - রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - রাত ৪:২১

স্বপন আ’লীগের ভারপ্রাপ্ত সম্পাদক, ভারত সফরের উদ্দেশ্যে নেতারা দেশ ত্যাগ করেছে।

নিজস্ব প্রতিনিধি : আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন দলটির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন। ক্ষমতাসীন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাকে মৌখিকভাবে এ দায়িত্ব দিয়েছেন। সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

 

রোববার সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে ১৯ সদস্যের একটি প্রতিনিধি দল ভারত সফরে যান। সফরে যাওয়ার সময় স্বপনকে মৌখিকভাবে এ দায়িত্ব দেয়া হয়।

প্রতিনিধি দলকে বিদায় জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান আবু সাঈদ আল মাহমুদ স্বপন। এ সময় ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের অবর্তমানে তুমি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবে।’

এ বিষয়ে আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তি দেয়া না হলেও তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বিমান বন্দরে উপস্থিত দলটির একাধিক নেতা।

আবু সাঈদ আল মাহমুদ স্বপন টানা তৃতীয়বারের মতো আওয়ামী লীগের বর্তমান কমিটিতে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

ওবায়দুল কাদেরের নেতৃত্বে প্রতিনিধি দলে আরও রয়েছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য পিযুষ কান্তি ভট্টাচার্য্য, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, অ্যাডভোকেট মো. মিজবাহউদ্দিন সিরাজ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, একেএম এনামুল হক শামীম, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণালকান্তি দাস, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আব্দুস সবুর, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, নির্বাহী সদস্য মো. গোলাম কিবরিয়া রাব্বানী চিনু।

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আমন্ত্রণে সেদেশে তিনদিন অবস্থান করবে প্রতিনিধি দলটি। রোববার সকাল ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে নয়া দিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তারা। আগামী ২৪ এপ্রিল তাদের দেশে ফেরার কথা।

শাহীন চাকলাদার ও শাহারুল ইসলাম।

এদিকে দলটির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন কে ভারপ্রাপ্ত সাধারন সম্পাদকের দায়িত্ব প্রদান করায় যশোর জেলা আ’লীগ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান শাহীন চাকলকদার এবং সদর উপজেলা আ’লীগের সাংগাঠনিক সম্পাদক শাহারুল ইসলাম বাংলাদেশ আ’লীগ সম্পাদক ওবাইদুল কাদের কে ধন্যবাদ জ্ঞাপন করে স্বপনকে শুভেচ্ছা জানিয়েছেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত