আজ - শুক্রবার, ২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - বিকাল ৪:৪১

স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে সোনার দোকান চুরি।

খুলনায় স্বামী গৌতম মন্ডলকে অচেতন করে স্বর্ণের দোকান লুট করার অভিযোগ উঠেছে স্ত্রী হৃদিকা পালের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) নগরীর খালিশপুর বিআইডিসি সড়কের গৌতম জুয়েলার্সে এ ঘটনা ঘটেছে। জুয়েলার্স মালিক গৌতমকে স্থানীয় লোকজন উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।

হাসপাতালে চিকিৎসাধীন গৌতম জুয়েলার্সের মালিক গৌতম বলেন, বনানীর একটি ম্যারেজ মিডিয়ার মাধ্যমে হৃদিকা পাল নামে এক নারীর সঙ্গে আমার সম্পর্ক হয়। তাকে বিয়ে করি। বুধবার রাতে সে খাবারের সঙ্গে কিছু একটা মিশিয়ে আমাকে খাওয়ায়। আমি ঘুমিয়ে পড়ি। পরে সকালে শুনি আমার দোকানে থাকা স্বর্ণালঙ্কার লুট হয়েছে। আমার ধারণা আমাকে অচেতন করে বৃহস্পতিবার ভোরে আমার স্ত্রী চাবি নিয়ে জুয়েলার্সের দোকান লুট করে নিয়ে গেছে। প্রায় ১০০ ভরি স্বর্ণ নিয়ে পালিয়ে গেছে সে।

গৌতমের বৌদি অর্চনা জানান, শুনেছি গৌতমের স্ত্রী তার দোকান লুট করেছে। আর তার পাশের দোকানী সাথী জুয়েলার্সের মালিক স্বপন খান বলেন, সকালে দোকান খোলার পর বেলা ১১টার দিকে দোকানের সামনে দাঁড়ালে আরেক দোকানদার বলেন গৌতমের দোকানে একটি তালা লাগানো রয়েছে। অথচ সবসময় একাধিক তালা লাগানো থাকে। সন্দেহ হলে জুয়েলার্স সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং পুলিশকে জানানো হয়। খালিশপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, সবকিছু শুনেছে। ধারণা করা হচ্ছে ভোর ৫টার দিকে নৈশপ্রহীররা চলে যাওয়ার পর কোনো এক সময় এ ঘটনা ঘটেছে।

তিনি বলেন, দু’দিন দিন আগে জেনেছি গৌতম আবার বিয়ে করেছে। শুনেছি সেই স্ত্রী ও তার ভাই গৌতমের পূজাখোলার বাড়িতে তাকে খাবারের সঙ্গে কিছু খাইয়ে অচেতন করে চাবি নিয়ে দোকান লুট করেছে।

এদিকে খালিশপুর থানা পুলিশের পাশাপাশি সিআইডির একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আরো সংবাদ