আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৮:১৩

স্বামীর হাতুড়ির আঘাতে প্রাণ গেল ময়নার

দাম্পত্য কলহের জের ধরে স্বামীর হাতে প্রাণ গেল রাজধানীর রায়েরবাজার এলাকার ময়না বেগমের (২৫)। গতকাল বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

স্বামী ইউসুফ রানার (৩৫) সঙ্গে কথা–কাটাকাটির একপর্যায়ে ময়নার মাথায় হাতুড়ির বাড়ি মারেন স্বামী এবং গলা টিপে ধরেন। হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান এ তথ্য জানিয়েছেন।

ওসি জানান, ইউসুফ রানা চটপটি বিক্রেতা। তাঁদের দুটি সন্তান রয়েছে। রায়েরবাজার হাইস্কুলের পেছনে একটি বাসায় ভাড়া থাকতেন তাঁরা। গতকাল সন্ধ্যায় দুজনের কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে ইউসুফ রানা হাতুড়ি দিয়ে তাঁর স্ত্রী ময়নার মাথায় আঘাত করেন। এ সময় ময়না লুটিয়ে পড়লে তাঁর গলা টিপে ধরেন। এতে ঘটনাস্থলেই মারা যান ময়না। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায়।
পুলিশ বলেছে, ময়নার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ইউসুফকে আটক করেছে। এ ব্যাপারে আজ বৃহস্পতিবার সকালে একটি হত্যা মামলা হয়েছে।

আরো সংবাদ