আজ - বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৮:২৭

স্বাস্থ্যসেবা দোরগোড়ায় পৌঁছে দিতে চেয়ারম্যান আনিছুর রহমানের সহায়ক সরাঞ্জম বিতরণ।

যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের চেয়ারম্যান আনিছুর রহমান শিক্ষা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সহায়ক সরাঞ্জম বিতরণ করেছেন।

আজ রবিবার দুপুরে দেয়াড়া ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে দত্তপাড়া কমিউনিটি ক্লিনিক, দূর্গাপুর কমিউনিটি ক্লিনিক, নারাঙ্গালি কমিউনিটি ক্লিনিক ,চান্দুটিয়া কমিউনিটি ক্লিনিক , ফরিদপুর কমিউনিটি ক্লিনিক ,দেয়াড়া মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে একটি করে ডিজিটাল ব্লাড প্রেসার মেশিন এবং দেয়াড়া মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে চারটি চেয়ার বিতরন করেন চেয়ারম্যান আনিছুর রহমান।

এছাড়া দূর্গাপুর মাধ্যমিক বিদ্যালয়ে একটি স্টিল আলমারি এবং দেয়াড়া ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডের পরিবার পরিকল্পনা স্বাস্থ্যকর্মীদের (এফ ডাব্লিউ এ) যাতায়াতের সুবিধার জন্য একটি করে ছাতা বিতরণ করা হয়েছে।

জনগণের স্বাস্থ্য সেবা তাঁদের দোর গোড়ায় পৌঁছে দিতে এবং মাঠপর্যায়ে স্বাস্থ্য কর্মীদের দ্রুত ও অবাধ যাতায়াত নিশ্চিত করতে ব্যতিক্রমী এ উদ্দ্যোগ গ্রহণ করেন চেয়ারম্যান আনিছুর রহমান।

এ সময় সদর উপজেলা পরিবার কল্যাণ ও স্বাস্থ্য কর্মকর্তা সবনম মমতাজ রোজি ও ডা. শামসুল হক উপস্থিত ছিলেন। এবং অন্যান্যদের মধ্যে অত্র ইউনিয়ন পরিষদের সদস্য বৃন্দ, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুনসুর আলী, ইউনিয়ন যুবলীগের সভাপতি জিয়াউল হক জুয়েল, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম পলক, ইউনিয়ন যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান, কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক টিটু বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।

খানজাহান আলী 24/7 নিউজ / মুনতাসির মামুন।

আরো সংবাদ