আজ - শনিবার, ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - রাত ১১:০৯

হরিণের মাংস সহ ৬ জন আটক।

মোংলায় হরিণের মাংসসহ ৬ দর্শনার্থীকে আটক করেছে বনবিভাগ ও কোস্টগার্ড পশ্চিম জনের সদস্যরা। আটককৃতরা হলো, ঢাকার কেরানীগঞ্জের রবিন, তাইজুল ইসলাম, সোহেল হোসেন, সাইদুল ইসলাম এবং ঝিনাইদাহের কালীগঞ্জের কল্পনা আক্তার নাজু ও মোসাম্মাত মুক্তা। তাদের কাছ থেকে ৮ মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

বুধবার  সকালে কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের (মোংলা) মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মুসফিক উস সালেহিন জানান, মাইক্রোবাস বোঝাই করে একদল চোরাকারবারি হরিণের মাংস পাচার করছে এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে মোংলার স্থায়ী বন্দর বাস স্ট্যান্ড সংলগ্ন ফেরিঘাট এলাকায় অভিযান চালায় মোংলা কোস্ট গার্ড পশ্চিম জোনের সদস্যরা। এ সময় মোংলা থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস তল্লাশি করে ১১কেজি হরিণের মাংস জব্দ করা হয়। এছাড়া ঘটনার সাথে জড়িত থাকায় ২ নারীসহ ৬ চোরাচালানকারীকে আটক করা হয়। পরে জব্দকৃত হরিণের মাংস, মাইক্রোবাস ও আটককৃত চোরাচালানকারীদের বনবিভাগের ঢাংমারী স্টেশনে হস্তান্তর করা হয়েছে।

পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী স্টেশন কর্মকর্তা সুরজিৎ চৌধুরী বলেন, কোস্ট গার্ডের হস্তান্তরিত চোরাচালানকারীদের বিরুদ্ধ বন আইন এবং বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->