আজ - সোমবার, ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - দুপুর ১২:১৮

হাজী সেলিমের ছেলে ইরফান ফের ২ দিনের রিমান্ডে

নৌবাহিনীর কর্মকর্তাকে মারধর ও হত্যার হুমকির মামলায় ঢাকা-৭ আসনের সংসদ সদস্য (এমপি) হাজী সেলিমের ছেলে মোহাম্মদ ইরফান সেলিম ও দেহরক্ষী মোহাম্মদ জাহিদকে ফের ২ দিন করে রিমান্ড দিয়েছেন আদালত
রোববার (১ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমানের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। দুপুরে তাদের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে ডিবি।
এর আগে গত বুধবার ইরফান সেলিমকে ৩ দিনের রিমান্ড দেন আদালত।
গত রোববার রাতে রাজধানীর কলাবাগানে হামলার শিকার হন নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহমেদ। রাতেই ধানমন্ডি থানায় মামলা করেন তিনি। পরদিন র‍্যাবের অভিযানে লালবাগের বাসা থেকে অনুমোদনহীন মদ ও অবৈধভাবে ওয়াকিটকি উদ্ধার হয়। এতে ইরফান ও জাহিদকে এক বছর করে জেল দেন র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।
ঢাকা দক্ষিণ সিটির ৩০ ওয়ার্ড কাউন্সিলর পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয় ইরফান সেলিমকে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত