আজ - রবিবার, ৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - বিকাল ৩:১৭

হারিয়ে যাওয়া শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিলো সাংবাদিক।

যশোর সদর উপজেলা চুড়ামনকাটি বাজারে গতকাল সন্ধ্যায় কয়েকটি যুবক সাইকুল নামে একটি শিশু সন্তানকে নিয়ে অস্থায়ী প্রেসক্লাবে আসে।

জানা যায় শিশুটি খুলনা হতে হারিয়ে ভুল করে ট্রেনে উঠে। যশোরে ট্রেন হতে নেমে  ছাতিয়ানতলা গ্রামে ঘোরাঘুরি করায় সাধারণ মানুষের চোখে পড়ে। এক পর্যায়ে কয়েকজন যুবক তাকে সাথে নিয়ে চুড়ামনকাটি প্রেসক্লাবে সাংবাদিকদের নিকট আসে। আসার পর চুড়ামনকাটির সাংবাদিকেরা নিকটবর্ত্তী সাজিয়ালি পুলিশ  ফাড়িতে জানায় । ছেলেটির কাছে গ্রামের নাম জানার পর অনলাইনের সাহায্যে ইউনিয়ন ও থানার খোঁজ করে সেখানকার চেয়ারম্যান ও মেম্বরদের সাথে যোগাযোগ করে সাংবাদিকগণ।

হারানো শিশুর ঠিকানা খুলনা জেলা বটিয়াঘাটা উপজেলায় সুরখালী ইউনিয়নের সুন্দর মহল গ্রামের শাহারুল ইসলামের ছোট সন্তান সাইকুল। প্রেসক্লাবের সভাপতির ওয়াহিদুজ্জামান মিলনের বাড়িতে হেফাজতে রাখা হয় । যোগাযোগ করার পর আজ ছেলেটির বাবা শাহারুল ইসলাম সামনে আসালে বাবাকে জড়িয়ে ধরে সাইকুল । বাবার হাতে তুলে দিলে ছেলেকে হাতে পেয়ে বাবা খুশিতে আত্মহারা হয়ে পড়েন। এদিকে ছেলেকে বাবার কাছে ফিরিয়ে দিতে পেরে চুড়ামনকাটির সাংবাদিকবৃন্দ আনন্দ প্রকাশ করেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত