আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১১:০২

কমিডি রিয়েলিটি শো হা-শো’র চ্যাম্পিয়ন যশোরের রাকিব।

মো:মহিউদ্দিন সানি (যশোর):: বেসরকারী টেলিভিশন চ্যানেল এনটিভি ’র আয়োজনে বাংলাদেশের একমাত্র জনপ্রিয় কমিডি রিয়েলিটি শো হা -শো’র
পঞ্চম আসরে চ্যাম্পিয়ন হলেন যশোরের ছেলে মোঃ রাকিব ইসলাম।বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত ৮টা ৫৫ মিনিটে এনটিভিতে প্রচারিত এ আয়োজনের গ্র্যান্ড ফিনালেতে এ খবর প্রকাশিত হয়।

রাকিব যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের মুড়লীর আইয়ুব আলীর বড় ছেলে।


Marcel HaShow -5 এর বিচারক আমিন খানের ভালোবাসাতে সিক্ত যশোরের রাকিব। 

২০১৪ সালে যশোর ইফতেখার আহমেদ ইফতী’র রেড এন্ড গ্রীন প্রোডাকশনে অভিনয় শিল্পী নিয়োগের অডিশনে অংশ নেন রাকিব। সে সময় সে অষ্টম শ্রেণীতে পড়তো। অডিশনে দ্বিতীয় স্থান অধিকার করে তার স্বপ্নের পথে হাঁটা শুরু করে রামনগরের এই তরুন। সেখান থেকে স্বপ্নকে আঁকড়ে ধরে বিভিন্ন মিডিয়াতে কমেডি রিয়েলিটি শো’র সন্ধানে থাকা ছেলেটি একদিন পত্রিকাতে বাংলাদেশের সবথেকে বড় কমেডি রিয়েলিটি শো Marcel HaShow -5 অডিশনের বিজ্ঞাপন দেখে ২০১৯ এর ০৩ অক্টোবর বিচারকদের দৃষ্টিতে পড়ে যশোরের একমাত্র অংশগ্রহণকারী রাকিব।

বৃহত্তর যশোর থেকে এবছরই প্রথম কমেডি রিয়েলিটি শোতে অংশ নেন রাকিব ইসলাম। চূড়ান্ত পর্বে চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে তিনি পেয়েছেন ৩ লাখ টাকা ও একটি দেড় টন এসি।

নাম ঘোষনার পরে উচ্ছাসিত মোঃ রাকিব হাসান

প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন আজিজুর রহমান আজিজ । তিনি পেয়েছেন ১ লক্ষ ৫০ হাজার টাকা ও একটি ৪২ ইঞ্চি মার্সেল এলইডি টেলিভিশন। দ্বিতীয় রানারআপ মাহফুজ আরফিন রাতুল। পুরস্কার হিসেবে পেয়েছেন ৫০ হাজার টাকা ও একটি ৩২ ইঞ্চি মার্সেল এলইডি টেলিভিশন।

হা-শো’র পঞ্চম আসরে গ্র্যান্ড ফিনালে লড়েছেন মোঃ রাকিব হাসান, আজিজুর রহমান আজিজ,মাহফুজ আরফিন রাতুল,মিজানুর রহমান রিজু,মোঃ হৃদয়, সাবরিনা এবং মাসুদ।


Marcel HaShow -5 এর আমন্ত্রিত অতিথি চিত্রনায়িকা মাহিয়া মাহির সাথে রাকিব ইসলাম।

প্রথম তিনজন ছাড়া শীর্ষ ছয়ের বাকি সাতজন পেয়েছেন একটি করে
মার্সেল রেফ্রিজারেটর। এনটিভিতে ‘হা-শো’ শুরু হয় গত বছরের অক্টোবরে। প্রাথমিকভাবে মোট ৪০ জন প্রতিযোগীকে বাছাই করা হয়। তাদেও মধ্য থেকে বিভিন্ন ধাপে মোট ছয় জন স্থান করে নেন গ্র্যান্ড ফিনালেতে।


Marcel HaShow -5 এর উপস্থাপক আবু হেনা রনির সাথে রাকিব ইসলাম।

এবছর আবু হেনা রনির উপস্থাপনায় বিচারকের দায়িত্বে ছিলেন চিত্রনায়ক আমিন খান, জনপ্রিয় নৃত্যশিল্পী মুনমুন আহম্মেদ এবং বাংলাদেশের অন্যতম অভিনেতা তুষার খান। 

অনুষ্ঠানটি জনাব কাজী মোস্তফার পরিচালনায় প্রযোজনা করেছেন ডিরেক্টর জাহাঙ্গীর চৌধুরী।


Marcel HaShow -5 এর আমন্ত্রিত অতিথি সিদ্দিকুর রহমানের রাকিব ইসলাম।

রাকিবের সাথে সরাসরি কথা বললে তিনি বলেন,“ভালো লাগে আমার নামের পাশে যখন যশোরের নামটা বলা হয়।আমি যশোরের মানুষের কাছে দোয়া ও ভালাবাসা চাই। আমি যশোরের মানুষকে একটি কমেডিয়ান ট্রফি উপহার দিতে পেরেছি।বাংলাদেশের সংস্কৃতিক অঙ্গনে যশোরের অনেক মানুষই আছেন। যশোরে কোন কমিডিয়ান নায় এর অণ্যতম প্রধান কারণ হলো যশোরে কোন কমিডি ক্লাব নায়! কিন্তু বাংলাদেশের অণ্যান্য জেলায় কমিডি ক্লাব আছে সেখানে কমিডি চর্চাটা হচ্ছে। যশোরের মানুষ এটার থেকে বঞ্চিত বলেই যশোরে এর আগে কোন কমিডিয়ানের জন্ম হয়নি।আমার মা বাবা এখন অনেক খুশি। আমি সবার কাছে দোয়া চাই।

রাকিব হাসানের ফেসবুক ফ্যান পেইজ –
https://www.facebook.com/rakibfanclubntv/

আরো সংবাদ