আজ - মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সন্ধ্যা ৬:৪০

হিন্দু ভাই বোনেরা নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন, আপনাদের রক্ষার দ্বায়িত্ব আমার : শাহীন চাকলাদার।


স্টাফ রিপোর্টার।। যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের উপ-নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেছেন, ২৯ মার্চ নির্বাচনের দিন আপনারা সকাল সকাল
ভোটকেন্দ্রে চলে যাবেন। একটা দিন একটু কষ্ট করতে হবে। তবে আমার একটি কন্ডিশন (শর্ত) আছে, বাড়িতে যারা আমার মায়েরা, দিদিরা ও বৌদিরা আছে তাদেরকে শাঁখা-সিঁদুর পড়ে যাবেন আপনাদের নিরাপত্তার দায়িত্ব আমার। আমি এটা দেখতে চাই। কোন জামাত-শিবিরের কিংবা বিএনপিকে ভয় পেতে হবে না।


সোমবার সন্ধ্যায় কেশবপুরের কুঠিবাড়ী সার্বজনীন মহাশ্মশানে অষ্ট প্রহরব্যাপী মহানাম সংকীর্ত্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন। কেশবপুরের কুঠিবাড়ী সার্বজনীন মহাশ্মশানের সভাপতি স্বপন কুমার মুখার্জীর সভাপতিত্বে ও দুলাল সাহার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত
ছিলেন কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, সহ-সভাপতি উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম, সহ-সভাপতি এ্যাড. রফিকুল ইসলাম পিটু, সাধারণ সম্পাদক
গাজী গোলাম মোস্তফা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিশিষ্ট সাংবাদিক শ্যামল সরকার ও পৌর মেয়র রফিকুল ইসলাম মোড়ল। আরো উপস্থিত ছিলেন যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক
ইউপি চেয়ারম্যান শাহারুল ইসলাম, যশোর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপু, যশোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ম- আহ্বায়ক আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক প্রভাষক কাজী মুজাহীদুল ইসলাম পান্না, পৌর কাউন্সিলর আতিয়ার রহমান , পৌর কাউন্সিলর মনিরা খানম, পৌর স্বেচ্ছাসেকলীগের যুগ্ম-আহ্বায়ক সেলিম খান, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কাজী আজাহারুল ইসলাম মানিক, আবুল হাসান, কেশবপুরের কুঠিবাড়ি মহাশ্মশানের সহ সভাপতি নিমাই চন্দ্র দাস ও
অসীত ভদ্র , সাধারণ সম্পাদক সত্যজিৎ সাহা বুলু, যুগ্ম-সম্পাদক সুব্রত মুখার্জী (উজ্জ্বল) ও আশুতোষ মজুমদার, সহ-সম্পাদক কনক কুমার সেন, কোষাধ্যক্ষ দিপংকর সাহা টিটো প্রমুখ।

শাহীন চাকলাদারের পক্ষে নৌকার প্রচারণা শুরু

যশোর-৬ কেশবপুর সংদীয় আসনের উপ-নির্বাচন আগামী ২৯ মার্চ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ ও তার অংগ সংগঠনের উদ্যোগে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী শাহীন চাকলাদারের পক্ষে সোমবার বিকালে প্রচারপত্র বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিক্ষাবিদ এস এম রুহুল আমীন ও সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র রফিকুল ইসলাম, সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান মাষ্টার আব্দুস সামাদ, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক প্রভাষক কাজী মুজাহীদুল ইসলাম পান্না, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ম- আহ্বায়ক আবুল কালাম আজাদ, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কাজী আজাহারুল ইসলাম মানিক, আবুল হাসান, পৌর স্বেচ্ছাসেকলীগের যুগ্ম- আহ্বায়ক
সেলিম খান, আওয়ামী লীগনেতা জাহাঙ্গীর হোসেন, তুহিন পাড়, এস এম বাবর আলী, কবীর হোসেন, আক্তারুজ্জামান, উপজেলা যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদিকা ইউপি সদস্য রেহেনা ফিরোজ, ইউপি সদস্য আব্দুর রহিম, সাবেক পৌর কাউন্সিলর মনোয়ার হোসেন মিন্টু, সাবেক পৌর কাউন্সিলর মনজুর, পৌর আওয়ামী লীগনেতা হাবিবুর রহমান, আব্দুল কুদ্দুস, আবু শাহীন, কামাল হোসেন, আব্দুস সালাম, যুবলীগনেতা মাসুম, আয়ুব হোসেন মিলন, মেহেদি হাসান, ফারুক হোসেন, ডালিম হোসেন, ছাত্রলীগনেতা শাহারিয়ার হাবিব, সারাফাত হোসেন সোহান, সাইফুল ইসলাম, রুদ্র প্রমুখ।

আরো সংবাদ