আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৩:৪১

হেফাজত নেতা জুনায়েদ কাসেমী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় সহিংসতার মামলায় হেফাজতে ইসলামের নেতা মাওলানা জুনায়েদ কাসেমীকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

শনিবার দুপুর ২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া থেকে তাকে গ্রেফতার করা হয়।

সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) জিসানুল হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় সহিংসতার ঘটনায় দায়ের হওয়া মামলার পরিপ্রেক্ষিতে সকালে সিআইডির একটি টিম ব্রাহ্মণবাড়িয়া থেকে তাকে গ্রেফতার করে।তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য ঢাকায় সিআইডির প্রধান কার্যালয়ে আনা হবে।

আরো সংবাদ