যশোর সদর উপজেলার বড় হৈবতপুর গ্রামে মসজিদের মাইকে ঘোষনা দিয়ে হামলা ও জখমের ঘটনায় ইউপি সদস্য আনিছুরসহ ২০ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে।
মঙ্গলবার রাতে হৈবতপুর ইউনিয়ন যুবদলের সাবেক সহসভাপতি হুমায়ন কবীর রাজু বাদী হয়ে মামলাটি করেছেন। পুলিশ মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে। ঘটনার পর থেকে এলাকাছাড়া হয়েছে আনিচুর রহমান। এ মামলার অন্য আসামিরা হলেন, আব্দুলপুরের তৌহিদ, তার ভাই শফিক, আপন, রমজান, নজরুল, বুলবলি, মফিজুর, বাবু, আজিম, তীরের হাটের জাহাঙ্গীর হোসেন, আলমগীর হোসেন, মথুরাপুরের আনোয়ার হোসেন গাজী, শান্তি গাজী, ভগলপুরের হামিদুর রহমান লাভবুল, উত্তর ললিতাদাহের সাদ্দাম হোসেন, মথুরাপুরের সাইফুল, চুরামনকাটির জাফর আলী,পোলতাডাঙ্গার রহমত আলী ও আব্দুলপুরের টিটো।