আজ - মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সন্ধ্যা ৭:২১

হৈবতপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণের অভিযোগে মামলা

স্টাফ রিপোর্টার : বিয়ের প্রলোভন দেখিয়ে ব্যর্থ হয়ে মাদ্রাসা শিক্ষার্থী মোছাঃ সাদিয়া ইয়াসমিন কাকন (১৬)কে অপহরণের অভিযোগে কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

ঘটনাটি যশোর সদর উপজেলার ১নং হৈবতপুর ইউনিয়নের নাটুয়া পাড়া গ্রামে। আসামীরা হচ্ছে, সদর উপজেলার নাটুয়াপাড়া মধ্যপাড়ার দবির হোসেনের ছেলে সুমন, বোন সুমি খাতুন, মাতা সালিমা বেগম, পিতা দবির হোসেন।

যশোর সদর উপজেলা নাটুয়াপাড়া গ্রামের আবুল কাশেমের স্ত্রী মোছাঃ শাহিনুর বেগম বাদি হয়ে দায়েরকৃত এজাহারে বলেছেন, তার মেয়ে সাদিয়া ইয়াসমিন কাকন নাটুয়া পাড়া মহিলা দাখিল মাদ্রাসা হতে এক বছর দাখিল পরীক্ষা দিয়েছে। মাদ্রাসায় আসা যাওয়ার সময় সুমন বিবাহিত হলেও কাকনকে বিয়ে প্রস্তাব দিতো। তাকে বিভিন্ন ভাবে ফুসলাতো। বিষয়টি কাকন তার মা বাবাকে জানালে সুমন ও তার পরিবারকে বিষয়টি জানালে সুমন ক্ষিপ্ত হয়ে উঠে। গত ৫ মার্চ সন্ধ্যা সাড়ে ৭ টায় কাকন তার চাচার বাড়িতে যাচ্ছিল। কাকন তাদের বাড়ির সামনে ওই দিন সন্ধ্যা রাতে ৭ টায় পৌছালে ওৎপেতে থাকা সুমনসহ অজ্ঞাতনামা আসামীরা একটি নাম্বার বিহীন মাইক্রোবাস যোগে কাকনকে জোরপূর্বক তুলে অপহরণের চেষ্টা করে। কাকনের চাচী কুলসুম বাধা দেওয়ার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। মাইক্রোবাসটি যশোর শহরের দিকে চলে যায়। এ ঘটনায় সুমনের বাড়িতে গিয়ে বিষয়টি জানানোর পর সুমনরে ব্যবহৃত মোবাইল ফোনগুলি বন্ধ পাওয়া যায়। সুমন কাকনকে অপহরণ পূর্বক অজ্ঞাতনামা স্থানে রেখে দিয়ে ক্ষতি সাধণ করতে পারে এমন আশংকা প্রকাশ করে কাকনের মাতা বাদি হয়ে কোতয়ালি মডেল থানায় আসামীদের নাম উল্লেখ করে এজাহার দায়ের করেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত মাদ্রাসা শিক্ষার্থীতে পুলিশ উদ্ধার করতে পারেনি।

আরো সংবাদ