আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ২:৫১

১ শতক জমি দ্বন্দ্বে যশোর কাশিমপুর স্বামী-স্ত্রীর ওপর হামলা ঘটনায় মামলা

মাত্র ১ শতক জমি নিয়ে বিরোধের জেরে প্রতিবেশীদের ধারালো অস্ত্রের আঘাতে স্বামী- স্ত্রী মারাত্মক জখম হয়েছে। এ সময় গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়েছে।

এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় নারী পুরুষসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের ওসমানপুর গ্রামের।

আসামীরা হচ্ছে, ওই গ্রামের মতৃ আয়ুব আলীর ছেলে আমিনুর রহমান, মৃত শাহাদৎ হোসেনের ছেলে মামুন হোসেন, আমিনুর রহমানের স্ত্রী মোছাঃ হাওয়া বিবি, মৃত শাহাদৎ হোসেনের স্ত্রী মোছাঃ কোহিনুর বেগম ও মৃত শাহাদৎ হোসেনের ছেলে মোছাঃ তানিয়া খাতুন।

ওই গ্রামের আতিয়ার রহমানের ছেলে মাসুদুর রহমান বাদী হয়ে শনিবার দিবাগত গভীর রাতে কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন।

মামলায় তিনি বলেছেন, আসামীদের কাছে বাড়ির জমি মাপ অনুযায়ী ১ শতক জমি পায়। আসামীরা ১শতক জমি বুঝিয়ে না দিয়ে তালবাহনা করায় মহিলাদের মধ্যে উক্ত জমি নিয়ে ঝগড়া বিবাদ লেগেই আছে। গত ৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৭ টায় আসামীরা মাসুদুর রহমানের বাড়ির উঠানে ওই ঘটনার জের ধরে ঝগড়া করলে মাসুদুর রহমানের স্ত্রী রেশমা খাতুনকে পেয়ে তাকে মারপিটসহ ধারালো অস্ত্র দিয়ে আঘাতের এক পর্যায় গলায় থাকা ৮ আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।

মাসুদুর রহমান বাড়িতে আসে বিষয়টি শোনার এক পর্যায় আসামীরা কোন কিছু বুঝে ওঠার পূর্বে মাসুদুর রহমানের উপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। স্বামী- স্ত্রী দু’জনকে গুরুতর আহত অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

 

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত