আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ১১:৪৫

২১ আগস্টে প্রচন্ড বৃষ্টির মাঝেও থেমে নেই শাহারুল ইসলামের দোয়া মাহফিল ও খাদ্য সহায়তা

বাংলার ইতিহাসের মহানায়ক, স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠাতা- বাঙালি জাতির পিতা শেখ মুজিবুর রহমান। তিনিই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি।

অনুষ্ঠানের শুরুতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালোরাত্রিতে ইতিহাসের নৃশংসতম হত্যাকাণ্ডের শিকার  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা ও তাদের পরিবারের অন্যান্য সদস্যসহ ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদের বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।

যশোর সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আরবপুর ইউপি চেয়ারম্যান শাহারুল ইসলাম ৪৫তম শাহাদৎ বার্ষিকী ও ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে আরবপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড বালিয়া ভেকুটিয়া গ্রামের কলোনি মোড়ে, বঙ্গবন্ধু ও তার পরিবার সহ গ্রেনেড হামলায় নিহত সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন। দোয়া শেষে তিনি ১০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

আরবপুর ইউনিয়ন বালিয়া ভেকুটিয়া গ্রামের কলোনি মোড় ২ নং ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগের আয়োজনে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপি জামায়াত ষড়যন্ত্র করে ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলা করে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে হত্যার ঘৃণ্য ষড়যন্ত্র করেছিল। কিন্তু ‘রাখে আল্লাহ, মারে কে’।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাকি খুনি যারা বিদেশে পালিয়ে আছে তাদের দেশে ফিরিয়ে এনে দ্রুত ফাঁসির রায় কার্যকর করতে হবে। ২১ আগস্ট গ্রেনেড হামলার পিছনে যাদের হাত ছিল তাদের সকলকে দ্রুত বিচারের আওতায় এনে বিচার করতে হবে। জাতির পিতার এই জন্মশতবার্ষিকীর এই বছরে যদি বাকি খুনিদের ফাঁসির রায় কার্যকর ও বাকি আসামিদের গ্রেফতার করে উপযুক্ত বিচার করা যায় তাহলে জাতির জনকসহ ১৫ আগস্ট ও ২১ আগস্ট নিহত সকল শহীদের আত্মা শান্তি পাবে।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমার একটি উন্নত, সমৃদ্ধ দেশ গড়ে তুলবো। আর উন্নত, সমৃদ্ধ দেশ গড়তে প্রকৌশলী সমাজ বঙ্গবন্ধু কন্যার পাশে সব সময় রয়েছে। উন্নত, সমৃদ্ধ দেশ গড়ার মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণ হবে।

২ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি ও সংরক্ষিত আসনের ইউপি সদস্য রুবিনা পারভীন চায়না সভাপতিত্বে ও আরবপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৩ নং ওয়ার্ড ইউপি সদস্য আলতাফ হোসেন, ও সাবেক ছাত্রলীগ নেতা শেখ মোহাম্মদ রফিকুল ইসলাম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আরবপুর ইউনিয়ন আওয়ামীলীগ ২ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক জাহিদ মোল্ল্যা, আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি সদস্য তোফাজ্জেল ইসলাম, আওয়ামীলীগ নেতা আশিকুর রহমান, মকবুল, আবু ছালেহ।
যুবলীগ নেতা রবিউল ইসলাম মিন্টু, তফেল বাবু, রিপন গাজী, বাদশা, লালু, সোহেল, শাহজাহান, আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত