খানজাহান আলী 24/7 নিউজ: আগামী ৩১ মার্চ যশোর পৌরসভায় নির্বাচন হচ্ছে। গত ০৭ মার্চ নির্বাচন কমিশন এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার (পৌরসভা) নির্বাচন বিধিমালা, ২০১০ এর বিধি ১০(১) অনুযায়ী নির্বাচন কমিশন এতদ্বারা ১৮ ফেব্রুয়ারি ২০২১ তারিখে জারীকৃত স্মারক নং – ১৭.০০.০০০০.০৩৪.৩৮.০২২.২০ (অংশ-১) – ১৭৫ মূলে স্থগিতকৃত যশোর জেলার যশোর পৌরসভার মেয়র, সংরক্ষিত আসনের কাউন্সিলর এবং সাধারণ আসনের কাউন্সিলর পদে ইভিএম এর মাধ্যমে বিগত ০৯ ফেব্রুয়ারি ২০২১ তারিখে নির্বাচন সংক্রান্ত কার্যক্রম যে অবস্থায় ছিলো, সে পর্যায় হতে নিন্মের সময়সূচী অনুযায়ী সম্পন্নের লক্ষে নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৫ ই মার্চ সোমবার। ভোটগ্রহনের তারিখ ৩১ মার্চ ২০২১ (বুধবার)।
এর আগে গত ১৯ জানুয়ারি মঙ্গলবার নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর পঞ্চম ধাপে নির্বাচনের তফসিল ঘোষণা করেন। এতে বলা হয়, এ ধাপে সবগুলোতে পৌরসভায়ই ইভিএমে ভোটগ্রহণ করা হবে। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২ ফেব্রুয়ারি, প্রার্থিতা বাছাই ৪ ফেব্রুয়ারি, প্রার্থিতা প্রত্যাহার ১১ ফেব্রুয়ারি ও প্রতীক বরাদ্দ ১২ ফেব্রুয়ারি। পরে অনুষ্ঠিতব্য যশোর পৌরসভার নির্বাচন আগামী ২৮ ফেব্রুয়ারি হচ্ছে না বলে জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।