আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ১১:১৪

৬ নং কাশিমপুর ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজনে দোয়া এবং খাবার বিতরণ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ৬নং কাশিমপুর ইউনিয়ন আওয়ামীলীগ কর্তিক মহামারী করোনার কারণে সরকারি নির্দেশনা মেনে ১৫ আগস্ট ২০২০ শনিবার বিকালে জাতির পিতা বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদের জন্য মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বঙ্গবন্ধুর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কাশিমপুর ইউনিয়নে আলোচনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও আরবপুর ইউপি চেয়ারম্যান শাহারুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাশিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম।

প্রধান অতিথি শাহারুল ইসলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে, জাতির পিতা বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদের প্রতি মাগফেরাত কামনা করে বঙ্গবন্ধুকে স্মরণ করে বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ নামক ভূ-খন্ডটি আমরা পেতাম না। তাই এ ভূ-খন্ডের সম্মান ও মর্যাদা ধরে রাখার দায়িত্ব আমাদের। ‘বঙ্গবন্ধু ইতিহাসের সন্তান। বাঙালির হাজার বছরের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ বঙ্গবন্ধু।’

যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বঙ্গবন্ধু থাকবেন। জাতির পিতার সুযোগ্য উত্তরসূরী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাও পরম দৃঢ়তায় পিতার অসমাপ্ত কাজ ও আদর্শ বাস্তবায়ন করে বিশ্বের দরবারে দেশকে একটি রোল মডেল হিসেবে উপস্থাপন করেছেন। কোভিড-১৯ এর সংক্রমণকালেও মানুষের জীবন ও জীবিকা রক্ষা করে তিনি বিশ্বকে অবাক করে দিয়েছেন। শেখ হাসিনার নেতৃত্বে সকলে একযোগে কাজ করলে আগামী বছরেই বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াবে।

আলোচনা অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক কাজি আবুল কাশেম এবং সভা সঞ্চালনা করেন ইউনিয়ন আওয়ামীলীগ বিজ্ঞান বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল ক্বাফী।

বক্তব্য শেষে ১৫ আগস্ট ১৯৭৫ সালে বঙ্গবন্ধু সহ শাহাদাৎ বরণকারী সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া শেষে উপস্থিত সকলের মধ্যে খাবার বিতরণ করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন সাবেক যশোর জেলা কৃষক লীগের সহ সভাপতি মতলেব বাবু, কাশিমপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি কাশেম, ইউনিয়ন আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, আওয়ামীলীগ নেতা জয়নাল, লোকমান আইয়ুব, মুকুল, ইব্রাহিম, হামজ।
যুবলীগের অন্যতম নেতা মিকাইল, মনির হোসেন সিব্রা, সজিব হাসান, শাহাদাত হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরো সংবাদ