আজ - বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৭:০৬

তৃণমূলের চাওয়ায় আমার চাওয়া : শাহীন চাকলাদার

নিজেস্ব প্রতিবেদক :: আসন্ন যশোর সদর উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিকী সম্মেলন সামনে রেখে উপজেলার ১৪ নং নরেন্দ্রপুর ইউনিয়নে এক বর্ধিত সভায় বক্তব্য রাখেন যশোর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান শাহীন চাকলাদার।

মঙ্গলবার (০৮/১০/২০১৯) বিকালে রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমী হলরুমে বর্ধিত সভায় শাহীন চাকলাদারের সাথে মত বিনিময় করেন তৃণমূলের নেতাকর্মীরা।

নরেন্দ্রপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল কাশেম বিশ্বাসের সভাপতিত্বে বর্ধিত সভাটি  সঞ্চালনায় ছিলেন সাবেক ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউ পি সদস্য জাকির হোসেন।

নরেন্দ্রপুর ইউনিয়ন আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত আজকের বর্ধিত সভায় শাহীন চাকলাদার বলেন, তৃণমূলে যারা বিশ্বাস করেনা যারা বিশ্বাস করে পকেট ভারী করাতে তারা আর নেতৃত্বে আসবে না। যারা ১৬ বছরেও কাউন্সিল করতে পারেনি তারা ব্যর্থ। সারা শহর প্যানা মারলেও নেতা হওয়া সম্ভব নয় কারণ নেতা হবে তৃণমূলের ইচ্ছাতে।

সম্প্রতি নরেন্দ্রপুর ইউনিয়নে বিভিন্ন উপায়ে জামাত বি এনপি সহ স্বাধীণতার বিপক্ষের শক্তির মানুষগুলিকে বেছে বেছে আওয়ামীলীগে ঢোকানোর বিষয়ে বক্তব্যের এক পর্যায়ে শাহীন চাকলাদার বলেন, স্বাধীণতা বিরোধিরা ক্ষমতায় আসলে বিপদ! ভাগাভাগির বন্টনে বাধা আসতে পারে ভেবে জামাত বি এন পিদেরকে নিয়ে কমিটি করছে একটি চক্র।

তিনি বলেন , মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নে দেশ এগিয়ে যাচ্ছে। দেশরত্ন শেখ হাসিনার কৌশলের কাছে সমস্ত বিরোধী শক্তি পরাজিত। তারই প্রচেষ্টাতে আমরা আজ মধ্যম আয়ের দেশে উত্তীর্ণ হয়েছি। বিশ্ব দরবারে কেউ বলতে পারবেনা আমরা দরিদ্র।

আজকের বর্ধিত সভায় শাহীন চাকলাদার ইউনিয়নের নেতাকর্মী নিয়ে কাছাকাছি বসে কথা বলতে পেরে অন্যরকম আত্বতৃপ্তি অনুভব করছেন বলে বক্তব্যে জানান।

আজকের বর্ধিত সভায় উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা খয়রাত হোসেন, দপ্তর সম্পাদক মাহমুদ হাসান বিপু, বন পরিবেশ সম্পাদক রেজাউল ইসলাম, উপপ্রচার সম্পাদক জিয়াউল হক হ্যাপি, জেলা আওয়ামীলীগের সদস্য,  সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও আরবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহারুল ইসলাম। তৌহিদুর রহমান চাকলাদার ফন্টু , জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহাজান কবির শিবলু সহ নরেন্দ্রপুর ইউনিয়ন আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ সহ সকল সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

উক্ত বর্ধিত সভায় উপস্থিত হয়ে প্রিয় নেতাকে কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে বক্তব্যের মাধ্যমে নিজ নিজ মতামত প্রদান করেন ১৪ নং নরেন্দ্রপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।    

আরো সংবাদ