আজ - বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৮:৪৮

পুরুষরাও যৌন নির্যাতনের শিকার হয়: সানি লিওন।

হ্যাশ ‘মিটু’ নিয়ে বলিউড পাড়া অনেকদিন ধরেই সরব রয়েছে। আর এর মধ্যে আবারো এই হ্যাশ ‘মিটু’ নয়ে মুখ খুলেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সানি লিওন। তবে শুধু নারীরাই নয়, পুরুষদেরও যৌন নির্যাতন করা হয় বলে জানিয়েছেন। খবর দ্য গালফ নিউজের।

সানি বলেন, হ্যাশ ‘মিটু’ আমাদের প্রত্যেকের জীবনে বিরাট পরিবর্তন এনেছে। একই সঙ্গে অনেকেই এই বিষয়ে মুখ খুলেছেন, তবে নারীদের পাশপাশি পুরুষরাও যৌন নির্যাতনের শিকার হয়ে থাকেন। তারা কখনও সেই বিষয়ে কথা বলেন না। কিন্তু এই নিয়ে তাদের মুখ খোলা দরকার বলেও জানান তিনি।

এই অভিনেত্রী পুরুষদের আরও জানান, চুপ করে থাকলে তাদের সাহস আরও বাড়বে এবং এই জঘন্য কাজ তারা ক্রমাগত করবে। তাই এই বিষয়ে মুখ খুলুন। আমার মতে, অনেকেটাই পরিবর্তন এসেছে।

আরো সংবাদ