আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - বিকাল ৫:১৫

যশোর সদর উপজেলা মহিলা আওয়ামী লীগ আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভা

১৫ আগস্ট জাতীয় শােক দিবস উপলক্ষে আজ বুধবার বিকাল ৫ টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫তম শাহাদৎ বার্ষিকীতে যশোর জেলা আওয়ামীলীগ কার্যালয়ে সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও আলােচনা সভার আয়োজন করেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ, যশোর সদর উপজেলা শাখা।

যশোর সদর উপজেলা মহিলা আওয়ামীলীগ নেত্রি আনোয়ারা বেগমের সভাপতিত্বে ও সদর উপজেলা মহিলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শিউলি খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মােহিত কুমার নাথ, সভাপতি, যশোর সদর উপজেলা আওয়ামী লীগ, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন শাহারুল ইসলাম, সাধারণ সম্পাদক, যশোর সদর উপজেলা আওয়ামী লীগ ও ৯ নং আৱৰপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, নূর জাহান ইসলাম নীরা, চেয়ারম্যান (ভারপ্রাপ্ত), সদর উপজেলা পরিষদ, যশাের ও সাবেক সভাপতি, যশাের জেলা মহিলা আওয়ামীলীগ।

এসময় বিশেষ অতিথি যশোর সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শাহারুল ইসলাম বলেন, জাতির পিতা সশরীরে আমাদের মাঝে নেই তবে তিনি অমর, অবিনশ্বর। তিনি দেশপ্রেমের মূর্ত প্রতীক। তার আদর্শকে বুকে ধারন করে, তারই স্বপ্নের সোনার বাংলা গড়তে দৃপ্ত শপথ গ্রহন করাই হবে নাগরিক হিসেবে আমাদের প্রথম দায়িত্ব।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এস এম জাহাঙ্গীর খোকন দপ্তর সম্পাদক যশোর জেলা স্বেচ্ছাসেবকলীগ, আবু তোহা সভাপতি যশোর জেলা মৎস্যজীবীলীগ, জাহিদ হাসান মিলন যশোর জেলা যুবলীগের প্রচার সম্পাদক, যশোর সদর উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে মহিলা আওয়ামীলীগের বিভিন্ন নেতৃবৃন্দ।

আরো সংবাদ