আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৮:৩৮

মুজিববর্ষে আরবপুরে পাঁচ শতাধিক শীতার্ত ও দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ

এম আহম্মেদ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে ও যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আরবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহারুল ইসলামের উদ্যোগে স্থানীয় পাঁচ শতাধিক শীতার্ত ও দুঃস্থ মানুষদের মাঝে কম্বল বিতরণ করেছেন যশোর-৬ আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার।

আজ ১৩ ফেব্রুয়ারি বিকেলে আরবপুর ইউনিয়ন পরিষদের পার্শ্ববর্তী ভেকুটিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে এসব কম্বল বিতরনের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন যশোর-৬ আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার।

বক্তব্যে : যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপি

বক্তব্যে তিনি বলেন, “আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ করি। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নে বিশ্বাসী। যশোর জেলা শাখা আওয়ামীলীগের প্রতিটি ইউনিটের নেতাকর্মীরা সব সময় মৌলবাদীদের বিপক্ষে। ঐক্যবদ্ধ যশোর জেলা আওয়ামীলীগ মৌলবাদ জামায়াত-বিএনপি কে যশোর থেকে তাড়িয়েছে। বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে রক্ত দিতে শিখেছেন। শেষ রক্তবিন্দু থাকাকালীন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিরুদ্ধে জামাত-বিএনপির কোন চক্রান্ত যশোরের মাটিতে ঠাঁই পাবে না। সম্প্রতি আল-জাজিরার প্রতিবেদনের কথা তুলে ধরে তিনি বলেন, এ ধরনের ভুয়াতথ্য ভিত্তিক প্রতিবেদন প্রকাশ করে উন্নয়ন অগ্রগতিতে এগিয়ে চলা বাংলাদেশ আওয়ামী লীগকে থামানো সম্ভব না। আল জাজিরাকে সাথে নিয়ে জামায়াত-বিএনপি আওয়ামীলীগের বদনাম এবং সরকারের সুনাম ক্ষুন্ন করার চেষ্টা করছে। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন,যশোর জেলা আওয়ামী লীগ যশোরের মাটি থেকে জামাত-বিএনপি সহ মৌলবাদকে নিশ্চিহ্ন করতে সক্ষম হয়েছে। যদি কেউ জামায়াত-বিএনপিকে সাথে নিয়ে আওয়ামী লীগের রাজনীতিতে এগিয়ে যেতে চাই তাহলে আবারও বঙ্গবন্ধু কন্যার পরিশ্রমে সাজানো বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষতিগ্রস্ত হবে। এসময় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সকল সড়যন্ত্রের বিপক্ষে সজাগ থাকার আহবান জানান শাহীন চাকলাদার। ”

বক্তব্যে : যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহারুল ইসলাম

শাহারুল ইসলাম বলেন, “মানবতার মা প্রধাণমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে যশোর-৬ আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার ও যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু মোহিত কুমার নাথ কে সঙ্গে নিয়ে মানুষের কল্যানে কাজ করে যেতে চাই। যশোরে একটি পক্ষ বিভিন্ন ইস্যুতে সাধারণ মানুষের কাছ থেকে চাকরি দেওয়ার কথা সহ বিভিন্ন মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে অসংখ্য মানুষের ক্ষতি করেছে। তাদের মূল উদ্দেশ্য শালিশ বিচার করে টাকা রোজগার করা। এরকম নোংরা মনের মানুষ প্রতিটি ইউনিয়নের সাধারণ মানুষকে ঠকাচ্ছে। এজন্যই শাহীন চাকলাদারের নির্দেশে যশোর সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে জনসভার আয়োজন করা হবে।”

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মজিদ, অভয়নগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান,যশোর পৌর আওয়ামীলীগের সভাপতি মাহমুদ হাসান বিপু, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু মোহিত কুমার নাথ।

বক্তব্যে : যশোর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপু

অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন যশোর সদর উপজেলা আওয়ামীলীগ নেতা আলহাজ্ব খলিলুর রহমান, যশোর সদর উপজেলা আওয়ামীলীগ নেতা মতলেব বাবু, দেয়াড়া মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান, নরেন্দ্রপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল কাশেম বিশ্বাস,আরবপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক ইকরামুল কবীর রবিউল, আওয়ামী লীগ নেতা নুর ইসলাম, সাইফুল ইসলাম, রবিউল ইসলাম বুলু, বদর উদ্দিন গাজী, আশিকুর রহমান, মীর হোসেন, ৩ নং ওয়ার্ড ইউপি সদস্য আলতাফ হোসেন, ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য উজ্বল হোসেন, ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য মহাসিন সরদার, ৬ নং ওয়ার্ড ইউপি সদস্য শওকত আলী, ১,২ ও ৩ নং ওয়ার্ড মহিলা আসনের ইউপি সদস্য চায়না, ৪,৫ ও ৬ নং ওয়ার্ড মহিলা আসনের ইউপি সদস্য কেয়া, ৭,৮ ও ৯ নং ওয়ার্ড মহিলা আসনের ইউপি সদস্য সবুরন, ইউনিয়ন মহিলা আওয়ামীলীগ নেতা লাভলী গাজী, জোৎনা, পারুল, নাহার,যুবলীগ নেতা আমিরুল ইসলাম, ফারুখ খান, রবিউল ইসলাম মিন্টু, নাজমুল সরদার, ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক তারেক হাসান দিপু, ছাত্রলীগ নেতা সোহেল রানা, অভি, শাকিল প্রমুখ।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত