আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ১১:৫৮

বঙ্গবন্ধু ছিলেন বিশ্বের শোষিত মানুষের কণ্ঠস্বর – শাহারুল ইসলাম

এম আহম্মেদ (যশোর থেকে) : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবাষির্কী (২০২১-২০২১) ও শিশু ‍দিবস- ২০২১ উপলক্ষে শিশুদের অংশগ্রহনে কবিতা,চিত্রাংকন ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় উপস্থিত থেকে বক্তব্য শেষে কেক কেটেছেন যশোর সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আরবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহারুল ইসলাম।

এসময় বক্তব্যে তিনি শিশুদের মাঝে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশেষ কৃতিত্ব তুলে ধরেন। তিনি বলেন,“ বঙ্গবন্ধু ছিলেন বিশ্বের শোষিত মানুষের কণ্ঠস্বর। যেখানেই অন্যায় অবিচার ছিল সেখানেই বঙ্গবন্ধু প্রতিবাদ করেছেন। অধিকারহারা বাঙালি জাতিকে মুক্তির মাধ্যমে স্বাধীনতার স্বাদ এনে দিয়েছেন বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিশুদেরকে ভালোবাসতেন। বঙ্গবন্ধুর জীবদ্দশায় তিনি জন্মদিন পালন করেছেন শিশুদের নিয়ে। এজন্যই আমরা বঙ্গবন্ধুর জন্মদিনে শিশু দিবস পালন করে থাকি। ” 

বক্তব্যে বালিয়া ভেকুটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা সুলতানা লিপি বঙ্গবন্ধুর জীবন ইতিহাস ছাত্র-ছাত্রীদের সামনে তুলে ধরেন এবং তার বৈশিষ্ট্যপূর্ণ আচরণগুলো ছাত্র-ছাত্রীদের জীবন আদর্শের প্রয়োগের মধ্য দিয়ে নিজেকে সুন্দর এবং সাফল্যমন্ডিত করতে আহ্বান করেন।

আজ ১৭ ই মার্চ সকালে বালিয়া ভেকুটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শেখ শাহারিয়ার সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি সদস্য রুবিনা পারভীন চায়না। অন্যান্যদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন , সদর উপজেলা ছাত্রলীগ নেতা আক্তার হোসাইন, বালিয়া ভেকুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি খানজাহান আলী, পি টি এ কমিটির সহ-সভাপতি রবিউল ইসলাম বুলু, ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ সভাপতি জাহিদ হাসান মোল্যা, ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ মাসুদুর রহমান, এস এম সি কমিটির সহ-সভাপতি মো: আঃ রহিম, আওয়ামীলীগ নেতা দেলওয়ার হোসেন হিরণ, এস এম সি কমিটির সদস্য মো: জহরুল ইসলাম, সহকারি শিক্ষক সুরাইয়া ইয়াসমিন, শেখ শাহরিয়ার সোহেল, নার্গিস পারভিন, মাসুমা আক্তার, নাজনীন হুসাইন, মোঃ লাল্টু মিয়া, মুসলিমা খাতুন, শাহীনা পারভিন, মোঃ কোরবান আলী সহ বিদ্যালয়ের সকল শিক্ষার্থী-অভিভাবক ও এলাকার নেতৃবৃন্দ।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত