আজ - শনিবার, ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - সকাল ৮:০৪

কুষ্টিয়ার লালন সাঁইয়ের দোল উৎসব এবার হচ্ছে না 

খানজাহান আলী 24/7 নিউজঃ কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় ফকির লালন সাঁইয়ের আখড়াবাড়িতে ২০০ বছরের পুরোনো দোল উৎসব পালন করা হবে না। দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় এ অনুষ্ঠান বাতিল ঘোষণা করেছে লালন একাডেমি। 

বুধবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে লালন একাডেমির সভাপতি ও জেলা প্রশাসক সাইদুল ইসলাম এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

তিনি জানান, আগামী ২৮ মার্চ (১৪ চৈত্র) দোল উৎসব। লালন ফকিরের জীবদ্দশা থেকে চলে আসা দোল উৎসব প্রথমবারের মতো বন্ধ থাকছে এই বছর। করোনার কারণে গত বছর লালন ফকিরের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানও বাতিল করেছিল একাডেমি।জেলা প্রশাসক বলেন, জেলায় করোনা আক্রান্ত হয়ে ৯১ জন মারা গেছেন। ৪ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত। সম্প্রতি সারা দেশে করোনা রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। এই পরিস্থিতিতে বড় ধরনের গণজমায়েত ঝুঁকিপূর্ণ। এ কারণেই এবারের দোল উৎসব আয়োজন করা সম্ভব হচ্ছে না।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত