আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৮:৪০

লকডাউনে কর্মহীন ও কৃষকের পাশে রামনগর ইউনিয়ন ছাত্রলীগ

খানজাহান আলী 24/7 নিউজ : জমিজুড়ে পাকা ধান। উঠবে ফসল। ভরবে গোলা। খুশি আর আনন্দে ভরে উঠবে মন। কিন্তু যশোর সদর উপজেলাধীন রামনগর ইউনিয়নের কৃষক ফসিয়ার আলী পাকা ধান দেখে কৃষকের মাথায় দুশ্চিন্তা। এমন সময় ঐ কৃষকের পাশে দাড়িয়েছে রামনগর ইউনিয়ন ছাত্রলীগ।

আজ ২৬ এপ্রিল সকাল থেকেই কৃষক ফসিয়ার আলীর জমির ধান কেটে-বেধে দেন তারা। কৃষকের মুখে হাসি ফোটাতে পেরে খুশি রামনগর ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা।

মূলত আওয়ামীলীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে সারাদেশে ছাত্রলীগের নেতাকর্মীরা বিনা পারিশ্রমিকে কৃষকের মাঠের পাকা ধান কাটছে। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ইতিমধ্যেই যশোর জেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা কৃষকের পাশে থেকে পাকা ধান ঘরে তুলতে সাহায্য করছে। যশোর জেলা ছাত্রলীগের নির্দেশনায় ১১নং রামনগর ইউনিয়ন ছাত্রলীগ প্রথম দিনের মত একজন কৃষকের ধান কেটেছে।

লকডাউনে মৌসুমের পাকা ধান ঘরে তোলা নিয়ে কৃষকরা ভুগছেন শ্রমিক সংকটে। প্রতিবছর বিভিন্ন এলাকা থেকে শ্রমিকরা এসে ধান কেটে দিয়ে গেলেও গত দুই বছর করোনায় দূরের জেলা বা উপজেলা থেকে শ্রমিক আসছে না, ফলে পাকা ধান ঘরে তুলতে নানা জটীলতার মুখোমুখি হচ্ছে কৃষক।

এদিকে চলমান লকডাউন, রমজান এবং বৃষ্টি না হওয়ায় অনেক খেটে খাওয়া মানুষ কর্মহীন জীবন-যাপন করছেন। করোনা ভাইরাস থেকে বাঁচতে সরকারী সিদ্ধান্ত মেনে নিয়ে বেশিরভাগ সময় বাড়িতেই থাকতে হচ্ছে এসব দিন আনা দিন খাওয়া মানুষগুলোকে। যদিও মাঝে মাঝে জীবিকার তাগিদে বাইরে বের হচ্ছেন তারা তবে রৌদ্রতাপ আর রোজা থেকে সংসারের টানাটানি লেগেই আছে তাদের। এমন সময় বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোর জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশনায় পবিত্র মাহে রমজানে করোনার মহাসংকটে থাকা এসব মানুষের মাঝে ”স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী ও ইফতার বিতরণ করেছে রামনগর ইউনিয়ন ছাত্রলীগ।

ইউনিয়ন ছাত্রলীগের অন্যতম নেতা সাজিদুল হাসান সাজিদ এর উদ্যোগে এসব সহযোগিতায় অংশ নিচ্ছে ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা। সাজিদ বলেন, “করোনা মহামারিতে দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ ছাত্রলীগ স্বেচ্ছায় ধান কাটার যে কর্মসূচি হাতে নিয়েছে, তারই ধারাবাহিকতায় বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি আল নাহিয়ান খান জয় ভাই ও বিপ্লবী সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য দাদার নির্দেশে আমরা যশোর জেলা ছাত্রলীগ পক্ষ থেকে চেষ্টা করেছি দ্রুততম সময়ে কৃষকদের পাশে দাঁড়াতে। আজ আমি আমার ছাত্রলীগের সহকর্মীদের নিয়ে রামনগর ইউনিয়ন ৩নং ওয়ার্ডের অসহায় কৃষকের ২০ শতাংশ জমির ধান কেটে সাহায্য করি নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে এবং জেলা ছাত্রলীগের পক্ষ থেকে এই বোরো মৌসুমে কৃষকদের ধান কাটায় আগামী দিনগুলোতেও আমরা আমাদের সবটুকু সামর্থ্য দিয়ে সহযোগীতা করে যাবো।” কৃষক ফসিয়ার অালী জানান, আমি মুগ্ধ যে রামনগর ছাত্রলীগের কর্মীরা এই করোনায় যখন আমি শ্রমিক পাচ্ছিলাম না তখনই খবর পেয়ে ছাত্রলীগের ভাইয়েরা আমার প্রায় ২০ শতাংশ জমির ধান কেটে দেয়। আমি কৃতজ্ঞ ছাত্রলীগের প্রতি এবং সবার দীর্ঘায়ু কামনা করি।”

ইউনিয়ন ছাত্রলীগের সকল সহযোগিতামূলক কর্মসূচিতে আরও অংশগ্রহন করেন ছাত্রলীগ নেতা তুরান হোসেন,মেহেদী মিরাজ,বজলুর রহমান, সজল সহ ছাত্রলীগের বিভিন্ন ওয়ার্ডের পর্যায়ের নেতৃবৃন্দ।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত