আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সন্ধ্যা ৭:২৭

যবিপ্রবির ভিসি(দৈনন্দিন রুটিন)দায়িত্ব পাওয়ায় ড.মৃত্যুঞ্জয় বিশ্বাসকে শাহারুল ইসলামের শুভেচ্ছা

খানজাহান আলী ডেস্ক ।। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড.মৃত্যুঞ্জয় বিশ্বাস-কে নিজ দায়িত্বের অতিরিক্ত ভাইস চ্যান্সেলরের দৈনন্দিন রুটিন দায়িত্ব দিয়েছে শিক্ষা মন্ত্রনালয়।

অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় বিশ্বাস ভাইস চ্যান্সেলরের দায়িত্ব পাওয়ায় তাকে আরবপুর ইউনিয়নবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন যশোর সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আরবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহারুল ইসলাম।

অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় বিশ্বাস যশোর সদর উপজেলার চান্দুটিয়া গ্রামের ডা. সতিশ বিশ্বাসের ছেলে। তিনি সিলেট কৃষি বিশ্ববিদ্যালযয়ের প্রাক্তন অধ্যাপক ছিলেন।

No photo description available.
শিক্ষা মন্ত্রনালয়ের উপসচিব মোঃ নুর-ই-আলম সাক্ষরিত অফিস আদেশ

আজ ২০ মে ২০২১ শিক্ষা মন্ত্রনালয়ের উপসচিব মোঃ নুর-ই-আলম সাক্ষরিত অফিস আদেশ এ অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় বিশ্বাসকে এ দায়িত্ব দেওয়া হয়। অফিস আদেশে বলা হয়েছে, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মোঃ আনোয়ার হোসেন-এর মেয়াদ গত ১৯ মে ২০২১ খ্রিষ্টাব্দ তারিখ পূর্ণ হওয়ায় উক্ত বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের শূন্য পদে পরবর্তী ভাইস চ্যান্সেলর নিযুক্ত না হওয়া পর্যন্ত প্রশাসনিক প্রয়োজনে অন্তবর্তীকালীন ব্যবস্থা হিসেবে বিশ্ববিদ্যালয়ের ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড.মৃত্যুঞ্জয় বিশ্বাস-কে নিজ দায়িত্বের অতিরিক্ত ভাইস চ্যান্সেলরের দৈনন্দিন রুটিন দায়িত্ব প্রদান করা হলো।

আরো সংবাদ