আজ - সোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১০:০১

“আরবপুরে ভোটাররাই চেয়ারম্যান, আমি চৌকিদার”- মোঃ শাহারুল ইসলাম

স্টাফ রিপোর্টার।। যশোর সদর উপজেলার আরবপুরে ৪ নং ওয়ার্ড সুজলপুর এলাকায় ৩০০ ফুট সলিং রাস্তার শুভ উদ্ভোধন হয়।
শুক্রবার বিকেলে সলিং রাস্তার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে যশোর সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আরবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহারুল ইসলাম বলেন, আওয়ামীলীগ গণমানুষের দল। আওয়ামীলীগের মনোনয়ন পেতে হলে মানুষের সাথে মিশতে হবে। যারা দলীয় মনোনয়ন চান তাদের উচিত মানুষের কল্যানে কাজ করে নিজেকে যোগ্য প্রার্থী হিসেবে তৈরি করা। আরবপুর ইউনিয়নে যারা ভোটার আছেন তারা সবাই চেয়ারম্যান আর আমি চৌকিদার। এই ইউনিয়নের শিশুরা গত পাঁচ বছর কোন অন্যায় কাজ দেখেনি। আরবপুরের মানুষের সাথে আমার আত্মার সম্পর্ক । তারা দল মত নির্বিশেষে সবাই ভালো আছেন।
তিনি আরও বলেন, আরবপুর ইউনিয়নের সকল শ্রেনিপেশার মানুষ আগামী দিনে মনের মত চেয়ারম্যান প্রার্থীর জন্য আল্লাহর কাছে কাঁদছেন। আপনাদের মনের আশা পুরন হলেই এ অঞ্চলের মানুষ ভালো থাকবে এবং এ অঞ্চলে শেখ হাসিনার উন্নয়ন অব্যহত থাকবে।
আরবপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শিমুল হোসেনের সঞ্চালনায় এবং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা নিছার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আরবপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা নূর ইসলাম নূর, এনামুল কবীর, ইউপি সদস্য পদপ্রার্থী সাইফুল ইসলাম, আরবপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আমিরুল ইসলাম, ৬ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ফারুখ খান, ২ নং ওয়ার্ড যুবলীগ নেতা রবিউল ইসলাম মিন্টু, যুবলীগ নেতা রিপন গাজী, আশরাফুল ইসলাম আশা, রোকন হাসান রনি, গোপাল দাস, মহিলা আওয়ামীলীগ নেত্রী লাভলী গাজী, নুরুন্নাহার, মনিরা বেগম, জেসমিন আক্তার, সুমী আক্তার, ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক তারেক হাসান দিপু, চাঁচড়া ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মোঃ আশিকুর রহমান প্রমুখ।

রাস্তা উদ্ভোধন অনুষ্ঠানে আরবপুর ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মরহুম ওমর ফারুক সরদারের আত্ত্বার মাগফেরাত কামনায় (১) মিনিট নিরবতা পালন করা হয়।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত