বি এন পি: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে ভুয়া জন্মদিন পালন ও মুক্তিযুদ্ধকে ‘কলঙ্কিত’ করার অভিযোগে করা মানহানির দুই মামলায় অভিযোগ গঠনের শুনানি আজ।
গত ১৪ ডিসেম্বর এই দুই মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য ছিল। কিন্তু সেদিন খালেদা জিয়ার আইনজীবীরা শুনানির তারিখ পেছানোর আবেদন জানান। পরে কেরানীগঞ্জের নতুন কেন্দ্রীয় কারাগারের স্থাপিত ঢাকা মহানগর হাকিম (এসিএমএম) আসাদুজ্জামান নুর শুনানির জন্য আজকের এ দিন মঙ্গলবার ধার্য করেন।
খালেদা জিয়ার আইনজীবী জিয়া উদ্দিন জিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।