বৃহস্পতিবার ১৪৮টি কেন্দ্রের প্রার্থীতালিকা ঘোষণা করেছে বিজেপি। প্রার্থী হয়েছেন মুকুল রায়, রাহুল সিনহা। প্রার্থী হচ্ছেন রথীন চক্রবর্তী, জগন্নাথ সরকার। প্রার্থী হচ্ছেন রুদ্রনীল ঘোষ, অসীম সরকার। এছাড়াও তালিকায় রুদ্রনীল ঘোষ, পার্নো মিত্র, অগ্নিমিত্রা পালের নাম রয়েছে। ৪ দফার মোট ১৪৮ আসনের প্রার্থী ঘোষণা করেছে বিজেপির। কোন কেন্দ্রে কে লড়বেন? দেখে নিন।
ধূপগুড়ি : বিষ্ণুপদ রায়
ডাবগ্রাম ফুলবাড়ি: শিখা চট্টোপাধ্যায়
মাটিগাড়া নকশালবাড়ি : আনন্দময় বর্মন
শিলিগুড়ি শঙ্কর ঘোষ
শান্তিপুর জগন্নাথ সরকার
হরিণ ঘাটা অসীম সরকার
পানিহাটি : সন্ময় বন্দ্যোপাধ্যায়
বরানগর : পার্ণো মিত্র
বিধাননগর : সব্যসাচী দত্ত
রাজারহাট গোপালপুর : শমীক ভট্টাচার্য
মিনাখাঁ : জয়ন্ত মণ্ডল
কালনা : বিশ্বজিৎ কুণ্ডু
দমদম : বিমলশঙ্কর নন্দ
রাজারহাট-গোপালপুর: শমীক ভট্টাচার্য
কামারহাটি: রাজু বন্দ্যোপাধ্যায়
শিলিগুড়ি: শঙ্কর ঘোষ
বরানগর: পার্নো মিত্র
কৃষ্ণনগর উত্তর: মুকুল রায়
হাবড়া: রাহুল সিনহা
বিজপুর: শুভ্রাংশু রায়
ভাটপাড়া: পবন সিংহ
খড়দা: শীলভদ্র দত্ত
ভবানীপুর: রুদ্রনীল ঘোষ