আজ - রবিবার, ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - রাত ১:০০

বৈদেশিক লেনদেনে নীতিসহায়তা বাড়ল ৩১ জুন পর্যন্ত

খানজাহান আলী 24/7 নিউজঃ করোনা পরিস্থিতি মোকবিলায় বৈদেশিক বাণিজ্যের লেনদেনে দেয়া নীতিসহায়তার সময়সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাকিতে জীবনরক্ষাকারী ওষুধ, চিকিৎসাসামগ্রী প্রভৃতি আমদানির ক্ষেত্রে ৩১ মার্চ পর্যন্ত দেয়া সুযোগের সময়সীমা ৩১ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।

বুধবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশে কার্যরত সব অথোরাইজড ডিলারের কাছে পাঠিয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জীবনরক্ষাকারী ওষুধ, চিকিৎসাসামগ্রী প্রভৃতি আমদানির ক্ষেত্রে বিদেশি ব্যাংকের রিপেমেন্ট গ্যারান্টি অথবা বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়াই ৫ লাখ মার্কিন ডলার অগ্রিম আমদানি মূল্য বিদেশে পাঠানো যাবে।

উৎপাদন উপকরণাদি আমদানি বাবদ মূল্য বিদ্যমান ১৮০ দিনের পরিবর্তে ৩৬০ দিনের মধ্যে পরিশোধ করা যাবে। ৩৬০ দিনের আমদানি দায় পরিশোধের সুযোগ কৃষি উপকরণাদি এবং রাসায়নিক সার আমদানির ক্ষেত্রেও রাখা হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->