আজ - বুধবার, ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা শাওয়াল, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - সকাল ৯:২০

যশোর প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান তোতা মারা গেছেন

যশোর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইনকিলাবের যশোর ব্যুরো প্রধান মিজানুর রহমান তোতা (৬৬) মারা গেছেন।

আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মিজানুর রহমান তোতার ছেলে সাহেদ আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘গত ৩ জুলাই হৃদরোগে আক্রান্ত হয়ে বাবা হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন।’

মিজানুর রহমান তোতা ৪৬ বছর ধরে সাংবাদিকতা করছেন। তিনি তিন বার যশোর প্রেসক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সাংবাদিকতার ওপর তার লেখা ‘মাঠ সাংবাদিকতা’ ও ‘তবিত বিবেক’ নামের দুটি গ্রন্থ প্রকাশিত হয়েছে।

আরো সংবাদ